পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । & লক্ষনী-নারায়ণের আধিপত্য সময়ে, বঙ্গদেশে বিদ্যাপতি নামক এক ব্যক্তি বঙ্গভাষায় অনেক— গুলি পদ রচনা করিয়াছিলেন । তাহার মধ্যে কয়েকটা এখনও বঙ্গদেশে বর্তমান আছে। সেই সকল পদাবলীর রচনা প্রণালী দৃষ্টে অতি প্রাক্তন বলিয়া অনুমান হয়, এবং তাহাতে হিন্দী শব্দের আধিক্য প্রযুক্ত বোধ হয় যে, পূর্বে অস্মদেশে হিন্দীভাষা প্রচলিত ছিল এবং এই হিন্দীভায ষে মগধের অপভ্রংশে উৎপত্তি হইয়াছে, তাহার প্রমাণ চীনদেশীয় ভ্রমণকারী ফাহিয়ানের গ্রন্থে পাওয়া যায়। তিনি লিখিয়াছেন ষোড়শ শত বৎসর পূর্বে এদেশে কেবল সংস্কৃত ও মাগধীভাষা প্রচলিত ছিল। পূর্বেই উক্ত হইয়াছে মাগধী সংস্কৃতের অপভ্রংশিত ভাষা। হিন্দী ইহা হইভে উৎপন্ন হইয়াছে তাহাও প্রতিপন্ন করাগেল। এবং বৈদ্যাপতি ও চণ্ডিদাস প্রভৃতি প্রাচীন লেখকদিগের রচনা পাঠে অবগত হওয়া যায় যে হিন্দীরই অপভ্রংশে বাঙ্গলা ভাষার উৎপত্তি হইয়াছে)