পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

0 বঙ্গ ভাষার ইতিহাস । (প্রাচীন রচনা ও গ্রন্থকর্তাগণ।) উৎপত্তি বিবরণ এক প্রকার কথিত হইল, এক্ষণে প্রাচীন রচনা ও গ্রন্থকারদিগের বিষয় আলোচনায় প্রবৃত্ত হওয়া যাইতেছে। পূর্বেই উক্ত হইয়াছে যে বিদ্যাপতি, রাজা শিবসিংহ নারায়ণের সমকালে আবিভূর্ত হন রাজা শিবসিংহ নারায়ণ চৈতন্য দেবের প্রায় এক শত বৎসর পূর্বে বাঙ্গালার অন্তঃপাতি পঞ্চগৌড় নামক স্থানে রাজত্ব করিয়া গিয়াছেন। এই স্থানটী কোথায়, তাহা জ্ঞাত হইবার উপায় নাই, কিন্তু ইহা যে বঙ্গদেশের অন্তর্গত তদ্বিষয়ে সন্দেহের কোন কারণ দৃষ্ট হয় না। চৈতন্যদেব খৃষ্টীয় ১৪৮৪ অব্দে জন্ম গ্রহণ করেন, সুতরাং বিদ্যাপতি এক্ষণ (১৮৭০ খ্রঃ অঃ) প্রায় ৪৮৩ ংসর হইল বঙ্গদেশে (১৩৮৪ খৃঃ অঃ) বিদ্যমান ছিলেন । ইহার রচনাবলি পাঠ করিয়া জ্ঞাত হওয়া যায় যে ইনি একজন বৈষ্ণব-ধৰ্ম্মাবলম্বী । বিদ্যাপতির রচনায় রূপনারায়ণ