পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । SS প্রভৃতি আরও কয়েকট ব্যক্তির নামে ভণিতা দৃষ্ট হয়। বোধ হয় তাহার বঙ্গীয় আদি কবির প্রিয়তম বন্ধু ছিলেন। বিদ্যাপতির পূর্ববৰ্ত্তা বাঙ্গালা রচয়িত এপর্য্যন্ত আমাদিগের নয়নপথের পথিক হয় নাই, সুতরাং বিদ্যাপতিকেই প্রথম বাঙ্গালি রচয়িত। বলিয়া আখ্যাত কর। গেল । সাধারণের গোচরার্থ বিদ্যাপতি-লিখিত কয়েকটা পদ এস্থলে উদ্ধত হইয়াছে – “এ ধনি কর অবধ।ন। তো বিনে উনমত কান ৷ কারণ বিমুক্ষণে হাস। কি কহয়ে গদ গদ ভাষ । আকুল অতি উতরোল। হা ধিক্ হা ধিক বোল ॥ কঁপিয়ে দুরবল দেহ। ধরই না পারই কেহ। বিদ্যাপতি কহ ভাখি । রূপনারায়ণ সাখি ॥") (প্রহেলিকা ) “বিধু কোলে করি, বামন কিরয়ে, ८मथरग्न स्रब्रभ अt८थ । বোয়ায় বলিছে, বধিরে শুনিছে, বঙ্গ্যার তনয় কান্দে ॥

  • কারণ বিদ্যাপতি এক স্থলে লিখিয়াছেন ।

“বিদ্যাপতি কহ ভাখি । রূপ নারায়ণ সখি !"