পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vo G বঙ্গ ভাষার ইতিহাস । রের উপাখ্যান গ্রহণ করিয়া ... কবিরঞ্জন ” নামধেয় একখানি অভিনব কাব্য র্তাহাকে উপহার দিয়াছিলেন । যাহা হউক,জীবনের শেষাংশ তিনি অতি সুখে অতিবাহিত করিয়া ১৬৮০ বা ১৬৮৪ শকে (১৭৫৮ বা ১৭৬২ খ্রঃ অঃ) ভৰলীলা সম্বরণ করেন। তিনি কৌলিক ধৰ্ম্মাবলম্বী ছিলেন,তজ্জন্য কিঞ্চিৎ কিঞ্চিৎ সুরাপান করাও অভ্যাস ছিল। ভবমণ্ডলের কি বিচিত্র গতি ! এমন কোন জাতি দৃষ্ট হয় না, যাহাদিগের কবিগণ (দুই এক জন ভিন্ন) দরিদ্র নহেন। ইতিবৃত্ত পাঠে অবগতি হয়, কবি-গুরু বাল্মীকির অবস্থা অত্যন্ত হীন ছিল ; পারসিকদিগের মহাকবি হাফেজও লক্ষীর প্রিয়পুত্র ছিলেন না; ইউরোপীয় মহাকবিকুল-নায়ক সেক্সপিয়র, বায়রণ প্রভৃতিরও অবস্থা প্রথমে উন্নত ছিল না, কিন্তু কি আশ্চর্যের বিষয় ! তাহারা বিলাসপ্রিয় ব্যক্তিগণ কর্তৃক অপদস্থ ও ঘৃণিত হইয়াও,—প্রথমে সাধারণের নিকট অজ্ঞাত থাকিয়াও নিজ নিজ স্বাধীন