পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b" বঙ্গ ভাষার ইতিহাস । অ'চল ধরে তার। — ৰলে, ছিমা, কিম, মাগো, ওম', মাৰাপের কি এমনি ধারণ ! গিরি তুমি যে অগতি, বোঝে ন পাৰ্ব্বতী, প্রস্থতির জ্ঞখ্যাতি জগৎময় ।” এক্ষণে কৃষ্ণকান্ত ভাদুড়ি নামক জনৈক ব্যক্তির পরিচয় দেওয়া যাইতেছে । তিনি নবদ্বীপাধিপতি গিরিচশন্দ্র রায়ের* সভাপণ্ডিত ছিলেন । রাজা তাহার উপস্থিত বাকৃপটুতা ও সুরসিকতায় প্রীত হইয়। “রসসাগর” উপাধি প্রদান করেন । রসসাগরের অতিশয় দ্রুতরচনায় ক্ষমতা ছিল, এমন কি, কোন প্রশ্ন করিলেই তিনি তৎক্ষণাৎ তাহার উত্তর পদ্যে প্রদান করিতে পারিতেন। একদ। রাজাকর্তৃক এইরূপ প্রশ্ন প্রদত্ত হয় । যথা :– “গাভীতে ভক্ষণ করে সিংহের শরীর ।” রসসাগর অধিকক্ষণ চিন্ত না করিয়াই এই— রূপ উত্তর দিয়াছিলেন । যথা :-— “মহারাজ রাজধানী, নগর বাহির । বারইয়ারি ম। ফেটে হলেন চৌচির ॥

  • ইনি মৃত নবব:পধিপতি সতীশচন্দ্র রায়ের প"ামহ ।