পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बक्र डांशांज़ इंडिशंग । 8Ᏹ ক্রমে ক্রমে খড় দড়ী, হুইল বাহির । গভীতে ভক্ষণ করে, সিংহের শরীর ” তিনি এইরূপ কত শত কবিতা রচনা করিয়াছিলেন,তাহার সংখ্যা করা যায় না। হিন্দীভাষাতেও তাহার ঐরূপ নৈসর্গিক ক্ষমতা ছিল । র্তাহার প্রণীত কোন পুস্তক আমাদিগের নয়নগোচর হয় নাই। এক্ষণে কবিবর ঈশ্বরগুপ্ত আমাদিগের বর্ণনার বিষয় হইতেছেন । ১২১৬ সালে কলিকাতার ১৪ ক্রোশ উত্তর কচড়াপাড়া গ্রামে হরিনারায়ণ গুপ্তের ঔরসে গুপ্ত কবির জন্ম হয় । বাল্যকালে তিনি কোন বিখ্যাত বিদ্যালয়ে অধ্যয়ন করেন নাই। কিন্তু শৈশবকাল হইতেই তাহার কবিতা রচনায় বিশেষ অনুরাগ ছিল । বাল্যকাল (প্রায় ছয় বৎসর বয়ঃক্রম) হইতে তিনি কলিকাতায় মাতুলালয়ে বাস করিতেন । ১২৩৭ সালের ১৬ই মাঘ হইতে তিনি প্রথমতঃ সাপ্তাহিক নিয়মে সংবাদ প্রভাকর” প্রচারণে প্রবৃত্ত হন। কিছু দিন পরে সপ্তাহে