পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शत्र डांशांज़ हैउिंशांण । t? ঠাকুর, রামবসু ও নিতাইদাস প্রভৃতি স্থত কবিগণের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন। সেইগুলি প্রভাকরে প্রকাশিত হইয়াছিল। কেবল ভারতচন্দ্রের জীবনবৃত্তান্ত তিনি স্বতন্ত্র পুস্তকাকারে পুনমুদ্রাঙ্কিত করিয়াছিলেন। র্তাহার যত্ব ও পরিশ্রম বলে অস্মদেশের ও বঙ্গসাহিত্যসংসারের যে উপকার সাধিত হইয়াছে, তজ্জন্য র্তাহার প্রতি আমাদিগের সকলেরই কৃতজ্ঞ হওয়া উচিত। • প্রবেtধ প্রভাকর” নামক তিনি একখানি পুস্তক রচনা করেন। তাহাতে জীব-তত্ত্ব-বিষয়ক প্রসঙ্গ সকল সন্নিবেশিত হইয়াছে । সেই পুস্তকের রচনাপ্রণালী অনেকাংশে প্রাঞ্জল । তাহ ১২৬৪ সালের ১লা চৈত্রে গ্রন্থকর্তা কর্তৃক প্রথম প্রকাশিত হইয়াছিল। ইহার পর “হিতপ্রভাকর” নামধেয় অার একখানি গদ্য পদ্যময় গ্রন্থ রচিত হয় । কথিত আছে, গুপ্ত মহাশয় সুবিখ্যাত বেথুন সাহেবের অনুরোধপরতন্ত্র হইরা বিষ্ণুশক্ষাকৃত হিতোপদেশের