পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

GS বঙ্গ ভাষার ইতিহাস। যত্নবান ছিলেন। র্তাহাদিগের যত্ব ও অধ্যবসায় বলে শ্রীরামপুরে একটা মুদ্রীযন্ত্র স্থাপিত হয়। তাহাতে রামায়ণ, মহাভারত, ও অভিধান । প্রভৃতি অনেক বাঙ্গালা পুস্তক মুদ্রাঙ্কিত হইয়াছিল। বঙ্গভাষায় ইংরাজি প্রণালীতে অভিধান রচনা করা, কেরি সাহেব কর্তৃক প্রথম উদ্ভাবিত হয়। র্তাহার প্রণীত অভিধান এখন অস্মদেশে প্রচারিত রহিয়াছে । তিনি একেনিবিংশতি শতাব্দীর প্রারম্ভে ৫ খৃষ্ট ধৰ্ম্ম শুভ সংবাদ বাহক’ নামে একখানি পুস্তক প্রথম মুদ্রাঙ্কন করেন। ১৮০১ খৃঃ অব্দে “নিউটেষ্টমেণ্ট” নামক গ্রন্থের বাঙ্গাল অনুবাদ তৎকস্তৃক প্রচারিত হয়। তিনি ভারতবর্ষে আগমন করিয়৷ এই গ্রন্থ প্রথম লিখিয়াছিলেন। কিন্তু ইহ “খুীষ্টধৰ্ম্ম শুভ সংবাদ বাহক”নামক পুস্তকের কিছুকাল পরে মুদ্রিত হইয়াছিল। এই সময়ে তাহার উৎসাহে বাবু রামরাম বসু কর্তৃক “রাজা পৃ,তাপাদিত্য চরিত্র” নামক একখানি গদ্য গ্রন্থ রচিত হয়। বাবু রামরাম বসু কলি