পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । ·ზ) ჯ তিনি নিজ মেধাশক্তি প্রভাবে এভদেশীয় ভাষাসমূহে এতদূর ব্যুৎপন্ন হইয়াছিলেন যে, উপহার পূর্ববত্তী কোন ইউরোপীয় তত পরিমাণে এদেশীয় ভাষায় জ্ঞানলাভ করিতে সক্ষম হয়েন নাই। ১৭৭২ খৃষ্টাব্দে যখন রাজকার্য্যের ভার ইউরোপীয় কৰ্ম্মচারিবর্গের হস্তে অর্পিত হয়, তখন তৎকালিক গবর্ণর জেনেরল ওয়ারেণ হেষ্টিংস সেই সকল কৰ্ম্মচারীকে এতদেশীয় প্রণালী অবলম্বন দ্বার রাজকাৰ্য্য সম্পন্ন করাইবার নিমিত্ত ইচ্ছুক হইয়াছিলেন । তজ্জন্যই তিনি হলহেড সাহেবকে হিন্দু ও মুসলমান আইন সমূহ অনুবাদ করিতে আজ্ঞ দেন । হলহেড সাহেব তদনুযায়ী দেশীয় প্রাচীন আইন সকল অনুবাদ করিয়া একখানি ইংরাজী পুস্তক প্রণয়ন করেন। ভাভা ১৭৭৫ খৃষ্টাব্দে প্রথম মুদ্রিত হয়। তিনি বঙ্গ ভাষায় বিশেষ ব্যুৎপত্তি লাভ করিয়াছিলেন। এমন কি, ১৭৭৮ খৃষ্টাব্দে তৎ কর্তৃক একখানি ব্যাকরণ গ্রন্থিতও প্রচারিত হয় । ইহার পূর্বে