পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이 0 বঙ্গ ভাষার ইতিহাস উক্ত বিদ্যালয়টিতে অধ্যয়ন করিয়া পরীক্ষোতীর্ণ না হইলে সর্বিসে পূবেশের অনুমতি পাইতেন না। পূর্ব কথিত ডাক্তার কেরি সেই বিদ্যালয়ের পধান অধ্যাপকের আসন প্রাপ্ত কয়েন । এতদ্ভিন্ন উৎকল নিবাসী পণ্ডিতবর মৃত্যুঞ্জয় ও অন্যান্য অনেক উপযুক্ত পণ্ডিত মহাশয়েরা নিযুক্ত হইয়াছিলেন। এই সময়ে উক্ত বিদ্যালয়ের ব্যবহারার্থ বঙ্গ ভাষায় অনেকগুলি পুস্তক রচিত ও মুদ্রাঙ্কিত হয়। ১৮১৪ খৃঃ অব্দে পাদরি মে সাহেব চুচুড়া নগরীতে একটী বাঙ্গাল। বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৮১৫ খঃ অব্দের জুন মাস পর্যন্ত তং প্রতিষ্ঠিত বিদ্যালয়ের-সংখ্যা ১৬টা হইয়াছিল। সেই সকল বিদ্যালয়ে ৯৫১ জন ছাত্র অধ্যয়ন করি ত। তাহার পর বিদ্যালয়-সংখ্যা ২৬টা হইলে, বদান্যবর গবর্ণর জেনেরেল লর্ড হেষ্টিংস কর্তৃক উপরোক্ত বিদ্যা-মন্দির সমুহের উন্নতি নিমিত্ত সাহায্য প্রদত্ত হয়। ১৮১৬ খঃঅব্দে পূর্ব কথিত বিদ্যালয় সমুহে ২, ১৩৬ জন বালক