পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 বঙ্গ ভাষার ইতিহাস । লয়ের উন্নতি বিধানে প্রবৃত্ত হন । র্তাহারই প্রযত্বে কলিকাতা ও অন্যান্য স্থানের গুরুপাঠশালা সকল উন্নতাবস্থা প্রাপ্ত হইয়াছিল । তৎকর্তৃক অনেক বিদ্যালয় সংস্থাপিত হয় । তন্মধ্যে “সেন্টারল বর্ণাকিউলার স্কুল” নামক বিদ্যালয়ট প্রধান। এই পাঠশালায় দুই শত বালক অধ্যয়ন করিত । ১৮২১ খঃ অব্দে ১১৫টা বাঙ্গাল বিদ্যালয় ছিল । ১৮৩৩ খৃঃ অদ পর্যন্ত ঐ সকল বিদ্যালয়ের কার্য্য অতি উৎকৃষ্টরূপে চলিয়া আইসে। ঐ সকল বিদ্যালয ১৮২৩ খৃঃ অব্দে গবর্ণমেণ্ট হইতে ৫০০ টাকা সাহায্য প্রাপ্ত হইয়াছিল । তখন ঐ সকলে ৩,৮২৮ জন ছাত্র শিক্ষা প্রাপ্ত হইত। কলিকাতাস্থ চৰ্চমিসনরি এসোসিয়েসন দেশীয় ভাষার অনেকগুলি বিদ্যামন্দির স্থাপন করিয়াছিলেন । সেই সকল পাঠশালায় ছাত্র সংখ্যা ছয় শতের অধিক ছিল না। এই সময়ে বাপ্টিষ্ট মিসনরি সোসাইট এবং লণ্ডন মিস রি