পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভtধর ইতিহাস । ꬃጬ সোসাইট দ্বারায়ও অনেকগুলি বাঙ্গাল পাঠশাল প্রতিষ্ঠিত হইয়াছিল। ১৮২১ খৃঃ অব্দে চর্মসোসাইট কলিকাতাস্থ স্কুল বুক সোসাইটার নিকট হইতে কতকগুলি বিদ্যালয়ের ভার প্রাপ্ত হন। র্তাহারা সেই সকলের তত্ত্বাবধানার্থ জোঠার সাহেবেকে নিযুক্ত করেন। ১৮২২ খ্রঃ অব্দে একখানি পুস্তকে যীশুখৃষ্টের নাম দর্শন করত অকস্মাৎ কতকগুলি বালক বিদ্যালয় পরিত্যাগ করিয়াছিল । মিস কুক ী একটা ইউরোপীয় স্ত্রীলোক ১৮২১ খৃঃ অব্দে মাননীয়া লেডী হেষ্টিংসের উৎসাহে চর্চ মিসনরি সোসাইটর সহিত সং অব রাখিয়া কলিকাতায় বালিকা বিদ্যালয়ের প্রথম সূত্রপাত করেন। ১৮২২ খৃষ্টাব্দে তৎ প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সংখ্যা ২২ট হয়। তাহাতে ৪ss বালিকা অধ্যয়ন করিত | “খুষ্টান নলেজ সোসাইট” ১৮২২ অব্দে প্রথম সার্কেল স্কুল সংস্থাপন করেন। র্তাহাদি. গের প্রতিষ্ঠিত প্রত্যেক সার্কেলে ৫টী করিয়া বঙ্গ