পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이) বঙ্গ ভাষার ইতিহাস । পাঠশালা ও একটী সেন্টাল স্কুল ছিল। পূর্বে যে সকল সার্কেল ছিল,তন্মধ্যে টালিগঞ্জ, হাবড়া, ও কাশীপুর অতি প্রধান। ১৮৩৪ অব্দে প্রপো, গেসন সোসাইটী ঐ সকল বিদ্যালয়ের ভার গ্রহণ করেন। তাহাতে ৩৯৭ জন বালক অধ্য, য়ন করিত। ১৮২৪ খঃ অব্দে “মেন্টাল স্কুল” এবং ১৮৩৭ অব্দে ৫৫অাগড়পাড়া অরফ্যান রেফিউজ” নামক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তৎপরে সুবিখ্যাত ড্রিঙ্ক ওয়াটর বেথুন সাহেবের বালিকা বিদ্যালয় স্থাপিত হইয়াছে। ১৮৫৫ খৃষ্টাব্দের ১৭ই জুলাই গবর্ণমেণ্টের আজ্ঞানুসারে ত্রযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কর্তৃক কলিকাতা নৰ্ম্মাল বিদ্যালয় সংস্থাপিত হয়। সেই সময়ে স্ত্রযুক্ত বাবু অক্ষয়কুমার দত্ত ইহার প্রধান শিক্ষক ছিলেন। শ্ৰীযুক্ত পণ্ডিতবর মধুসুদন বাচস্পতি মহাশয় দ্বিতীয় শিক্ষকের পদগ্রহণ করেন। কিছুকাল পরে স্ত্রযুক্ত রাজকৃষ্ণ গুপ্ত মহাশয় তৃতীয় শিক্ষক इन ।