পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"8 বঙ্গ ভাষার ইতিহাস। হয়। প্রথমে কলিকাতার দক্ষিণাংশ পদ্মপুকুর নামক স্থান হইতে প্রকাশিত হইত। তৎপরে বাবু প্যারীচরণ সরকার মহোদয় সম্পাদকতা গ্রহণ করেন। ই হার সময়ে এডুকেশনের অত্যন্ত উন্নতি হইয়াছিল । কয়েক বৎসর হইল, তিনি ইহার সম্পাদকত্ব পরিত্যাগ করিয়া ছেন। এক্ষণে উহার সমস্ত ভার মান্যবর ভূদেব মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে অর্পিত হইয়াছে। বৰ্ত্তমান সময়ে এডুকেশন গেজেট হুগলি বুধোদয় যন্ত্র হইতে যত্রিত হইয়। প্রকাশিত হয়। পূৰ্ব্বে গবর্ণমেণ্ট মাসিক ৩০০ টাকা সাহায্য প্রদান করিতেন, ভূদেব বাবুর সময়ে তাহ রহিত করিয়াছেন। ১২৬৪ সালে দেশহিতৈষী বাবু রাজেন্দ্রলাল মিত্র মহাশয় দ্বার বর্ণাকিউলার লিটারেচর সোসাইটার সহায্যে “বিবিধার্থসংগ্রহ’ প্রচারিত হয়। সেই পত্র প্রতি মাসে মুদ্রিত হইত । স্বত বাবু কালীপ্রসন্ন সিংহ মহোদরও কিছুকাল তাহা সম্পাদন করিয়া ছিলেন। বিবিধার্থ