পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । y" অতঃপর ১২৭১ সালে “হিন্দুহিতৈষিণী” গত্রিক প্রচারিত হইয়াছে। পূর্বে বাবু হরিশ চন্দ্র মিত্র ইহার সম্পাদক ছিলেন। তৎপরে থামবাৰ্ত্তাপ্রকাশিকা” aঅম্বতবাজার পত্রিকা” “প্রয়াগদূত’ (হিন্দুরঞ্জিকাগু ইত্যাদি প্রকাশিত হইয়া জনসমাজের প্রভূত উপকার সাধন করিতেছে । এতদ্ভিন্ন যে কত ক্ষুদ্র कूछ পত্রিকা বঙ্গভাষার উন্নতি লক্ষ্য করত বাহির হইয়াছিল ও হইতেছে, তাহার ইয়ত্ত করা যায় না। এক্ষণে অস্মদেশের অবস্থা উন্নত। অাবাল বৃদ্ধ সকলেই স্বদেশ ও স্বদেশীয় ভাষার প্রতি বিশেষ মনোযোগী হইয়াছেন । এই নিমিত্তই বাঙ্গালী পত্রিকার দিন দিন গৌরব বৃদ্ধি হইতেছে। দেশীয় সংবাদপত্র যতই প্রকাশিত হইবে, ততই মঙ্গল। পরিশেষে মহাত্মা প্রজাহিতৈষী গবর্ণর সর চার লস, মেটকাফ সাহেবকে ধন্যবাদ না দিয়া প্রস্তাব শেষ করিতে পারিলাম না । তিনি ছয় মাস এই দেশ শাসন করিয়া অনেক উন্নতি