পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯e বঙ্গ ভাষার ইতিহাস । জন্যই তাহার যশঃপ্রভা দেশ বিদেশে বিস্তত হইয়াছে। দ্বিতীয় স্ত্রীযুক্ত বাৰু অক্ষয়কুমার দত্ত মহাশয়। মুমধুর ও কোমল গদ্য রচনায় ইনি বিদ্যাসাগর অপেক্ষা কোন অংশে নু্যন নহেন । ইহার বর্ণিত বিষয় সকল অধিক শিক্ষাপ্রদ ও প্রীতিকর। ইনি কবিতাও রচনা করিতে পারেন। “অনঙ্গমোহন কাব্য’ ই হার রচনা । পরিতাপের বিষয় ! এই পুস্তকখানি অতিশয় অপ্রাপ্য হইয়াছে। অক্ষয়বাবুর অধিকাংশ প্রবন্ধ ইংরাজী হইতে অনুবাদিত, কিন্তু র্তাহার রচনার এমনি অপূৰ্ব্ব কৌশল যে, কিছুকাল পরে তাহাকেই মূল বলিয়া লোকের ভ্রম হইবে । ইনি “তত্ত্ববোধিনী পত্রিকা” প্রথম হইতে ১৭৭৭ শক পর্যন্ত সম্পাদন করিয়াছেন । এই পত্রিক ও সংবাদ প্রভাকরে যে সকল প্রবন্ধ লিখিত হইয়াছিল, তাঁহাই সঙ্কলন করিয়া তিনভাগ চারুপাঠ, বাহ বস্তুর সহিত মানবপ্রকৃতির সম্বন্ধবিচার দুইভাগ, পদার্থ বিদ্যা, ধৰ্ম্মনীতি এবং ভারতবর্ষীয় উপাসকসম্প্রদায় নামক ৮থানি পুস্তক প্রকাশ করিয়াছেন । অনেকে ইহাকে বঙ্গভাষায় সুবিখ্যাত এডিসনের সহিত তুলনা করিয়া থাকেন। বাস্তবিক অক্ষয়বাবু এই তুলনার অযোগ্য পত্রি নন । সঙ্গ,ণধার বাবু রাজেন্দ্রলাল भिज दठूकोल इई८उ বঙ্গভাষার রমণীয় উদ্যানে বিহার করিতেছেন।