পাতা:ঘরোয়া.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কল্যাণীয়া রানী

 আমি বলেছি, তুমি লিখেছো।

আমার ঝুলিতে এতো কথা জমা আছে যা এক তুমি ছাড়া কেউ লিখে উঠতে পারতো না। আমার ভাগ্য ভাল তোমার হাতে আমার খাপছাড়া ঘরাও কথা ভাল করে গেঁথে তোলার ভার রবিকাকা দিয়েছেন, না হলে ঘরাও কথা ঘরচাপা পড়েই থাকতো, ছাপা হয়ে বেরোত না।

আমায়ে শত শত আশির্বাদ নিও
জন্মাষ্টমী
সন
১৩৪৮
জোড়াসাঁকো
 শুভাকাঙ্ক্ষী
শ্রীঅবনীন্দ্রনাথ ঠাকুর