পাতা:রঙ্গমল্লী.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిఫి রঙ্গমল্পী হবে স্থির ; ঘরে ঘরে শয্যাতলে জাগিয়া শিশুরা জিজ্ঞাসিবে জননীরে—কেন হেন স্তব্ধতা চৌদিকে ? আর্য্যধন নীেবৎও ধ্বনিবে নভে ; শুনিবে সে, কান আছে যার । আয়ুষ্মতী আর মৃদ্ধ মধুস্বর—ষত সে তরুণ দেবতার ! আর্য্যধন চন্দ্ৰণলোকে আত্মায় আত্মীয় বিবাহ নন্দন-বনে । আয়ুষ্মতী আর যত মৃত প্রেমিকের জলে স্থলে জাগরণ । আর, আমি না উঠিতে জেগে, দেবতারা একে একে এসে, মোর শয্যাপাশে, মৌনে রেখে যাবে আশীৰ্ব্বাদী – অপূৰ্ব্ব, উজ্জ্বল, মনোহর ! মোর আজ বড় সুখী ; কত লোক এজগতে দুঃখে দিন করিছে যাপন, মোরা দোহে তবু সুখী ! একি গো অস্তায় ? আর্য্যধন কি অন্তায় ? আতিশয্য আনন্দের—অন্যায় কি আছে তায় ? আয়ুষ্মতী বল মোরে, প্রিয় ! যেইক্ষণে মনে মনে মনটি তোমার ফেলিল স্বীকার ক’বে ভাল সে বেসেছে একজনে,— সেইক্ষণ—সেকি রাত্রি ?—সেকি দিন ?