পাতা:রঙ্গমল্লী.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আয়ুষ্মতী ృ9 আর্য্যধন কেমনে বর্ণিব ? দিন সে—কিবা সে রাত্রি ; মনে হয়, যেন সেইক্ষণে অরুণ উদয় হ’ল,—সেইক্ষণে শূন্ততার মাঝে নক্ষত্রেরও হ’ল আবির্ভাব ; উজ্জ্বল-জাজ্জল, শুভ্র । মাতৃ-গৰ্ভ-শয্যা-তলে হ’ল যবে জীবন-সঞ্চার অন্মুট ছ’ আঁখি দিয়ে তোমারেই খুজেছি সেদিন ; ভূমিষ্ঠ হইয়া, হায়, কেঁদেছিন্থ তোমারি লাগিয়া ; তোমারি লাগিয়া বুঝি, বাচিবার ছিল প্রয়োজন ; তারপর দিনে দিনে, বাড়িয়াছি, বাসিয়াছি ভাল— শিয়রে-সোনার-কাঠি গল্পের সে রাজকন্তাটিরে, আজ যেন মনে হয় রয়েছে সে তোমাতে বিলীন, তোমারি দু’ আঁখি দিয়ে সেই কস্তা দেখিছে আমায় । আয়ুষ্মতী ভাল তবে বাসিতে সে রাজকন্তাটিরে ; মোরে নয় । আর্য্যধন লক্ষ কাহিনীর মাঝে তুমি ছিলে লক্ষ রূপ ধরে। আয়ুষ্মতী আমার এ ক্ষুদ্র হিয়াখানি—আশ্চৰ্য্য এ । নিতি নিতি প্রকাশের –বিকাশের—পুলকের কি এক বারত পাশে আসি এর মাঝে স্বৰ্য্য-অস্ত-কালে—প্রতিদিন ; লক্ষ্য করিয়াছি আমি ;- সে এক আশ্চৰ্য্য অহুভুতি । সে যেন গো চকোরের চন্দ্রলোক-যাত্রা ছৰ্নিবার