পাতা:রঙ্গমল্লী.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\e ब्रछघईश्ली (নানা শ্রেণীর সৈনিক ও নাগরিক আনন্দে কোলাহল করিতে করিতে দলে দলে দ্রুতবেগে রঙ্গমঞ্চে আবিভূত ও তিরোহিত হইল । শেষে কয়েকজন নাগরিকের স্কন্ধারূঢ় হইয়া উদ্যত তরবারি হন্তে পুরঞ্জয়ের প্রবেশ। ঠিক এই সময়ে গৃহাভ্যন্তর হইতে শঙ্খধ্বনি করিতে করিতে সহচরী-পরিবেষ্টিতা আয়ুষ্মতী প্রবেশ করিলেন । ) পুরঞ্জর छूहे !-छूहे ! জনৈক লোক মূৰ্ছা পায় পুরঞ্জয়,—দেখ, দেখ, ধর। ২য় লোক কোথাও লেগেছে চোট,—যুদ্ধকালে হয়নি খেয়াল, এখন ক’বেছে কাবু। ৩য় লোক ভিড় ছাড়—তফাৎ—তফাৎ ৷ ( আর্য্যধনের প্রবেশ ; আৰ্য্যধন ও আয়ুষ্মতী পুরঞ্জয়কে ধরিয়া রছিলেন ) পুরঞ্জয় (সাম্‌লাইয়া) সৰ্ব্বনাশ হ’য়ে গেল, ফিয়ে যাও, ঘরে যাও সবে ; যে কাজ করিতে হবে-নিজ হাতে আমায় এখন— নির্জনে সে হ’বে ভাল ; যাও ৰন্ধুগণ । আয়ুষ্মতী । তুমি থাক, আৰ্য্যধন । আর তুমি থাক, এই গানে ; এখন যা’ কাজ,--তাহ আমাদের তিনটিকে নিয়ে।