পাতা:রঙ্গমল্লী.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবুজ সমাধি OAL নষ্টামি, লোভ, তোষামোদ আর ছেদো কথা যার গলার হার,— প্রভুর চোখে যে ধূলা দিতে পারে অধীনের পারে টিপিতে গল,— আজীবন তার কত যে সুবিধা এক মুখে তাহা যায় না বলা । এই মৌংস্ক যে সম্রাটের অমাত্য হ’য়েচেন সে তো এমনি ক’রেই। চাটু অস্ত্র এমনি পটুতাব সঙ্গে প্রয়োগ ক’রে আসা হ’য়েচে যে সম্রাট এখন আর আমাকে একদও চোখের আড়াল করতে চান না। আমি নইলে তাব আমোদই হয় না। আমার কথায় ওঠেন বসেন। এখন এ রাজ্যে এমন কে আছে যে মৌংমুকে দেখে মাথা ন নোয়ায ?—কে না খাতির করে ? ভয়েই হোক আর ভক্তিতেই হোক মৌংনুব সমাদর এখন সৰ্ব্বত্র –কি বললে ? –কেমন ক’রে এমন হ’ল ? মন্ত্র আছে, মন্ত্র আছে। বৃদ্ধ, বিজ্ঞ, বিস্তাবানের নীতি উপদেশ করিয়া হেলা, আমার কথায় বসায়েছে রাজা প্রাসাদে রমণীরূপের মেলা । ইস্! এই যে মহারাজ ! ( নাৰী ও নপুংসক বেষ্টিত সম্রাটের প্রবেশ ) সম্রাট সাত পুরুষের রাজ্য আমার রাজ্যে আমার সাত শ” জেলা ও