পাতা:রঙ্গমল্লী.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©Ꮏ> ब्रछभई*ी এখনি শুনলে ওতো মুকুলভোজীর আনন্দ কলরব নয়।—শাওকীন আমার গুহ শূন্ত ক’বে চলে গেছে —হয় তো ঠিক এই মুহূর্তে বুনোপার্থীর হাহাকাব গুনে আমারি মত সে আকুল হ’য়ে উঠেচে । স্বর্ণ তোবণেব প্ৰতীহারী ! বলতে পার—সে এখন কোথায় ? বলতে পার ? জান ? ( প্রধান অমাত্যের প্রবেশ ) প্রধান মহাবাজ, এইমাত্র তাহাব সর্দাবের দু'জন লোক মহারাজের ভূতপূৰ্ব্ব অমাতা মৌংন্থকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় রাজধানীতে এনে হাজির কবেচে । তfতাব সর্দাব লিগেচেন,—এই বিশ্বাসঘাতকই সকল অনর্থের মূল ; এ আপনাব আজ্ঞা অমান্ত ক’রে পালিয়েছিল, সেইজন্তে আপনাব হাতেই একে প্রত্যপণ কবা হ’য়েচে । নইলে, সর্দারই একে সমুচিত শাস্তি দিতেন। তাতাব সর্দার চীনসম্রাটের সঙ্গে সদ্ভাব রাখতে ইচ্ছুক, সমাটেব অভিপ্রায় জানবার জন্তে দূত অপেক্ষা কবচে । সর্দার এই চিঠিতে আর একটা সংবাদ দিয়েছেন —শাওকীন দেবী আল ইহলোকে নেই । সম্রাট ( অনেকক্ষণ নীরব থাকিয় ) যাও, সকল অনর্থের মূল বিশ্বাসঘাতক মৌংস্থর মুণ্ড ছিন্ন ক’রে অভাগিনী শাওকীন দেবীর অতৃপ্ত প্রেতায়ার তৃপ্তার্থে দান করগে।—আর, তাতার দূতের সন্মানার্থে সমারোহপূর্বক প্রাসাদে ভোজের আয়োজন কবতে ভুল না, যাও। ( আমাত্যের প্রস্থান ) চক্রবাকের ক্রঞ্জন শুনি’ কানে, কত না স্বপন জেগে উঠেছিল প্রাণে ।