পাতা:রঙ্গমল্লী.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভ্র-চিহণজ্জণ প্রথম দৃশ্য উৰ্দ্ধে নক্ষত্র-প্রচুর ঐশ্বৰ্য্য গম্ভীর আকাশ ; নিয়ে অনাদিকালের অরণ্য। বনের মধ্যে একজন স্থবির মোহান্ত উপবিষ্ট। মোহান্তের দেহ মৃতবৎ নিশ্চল ; অন্তঃসারশূন্ত অতি প্রকাও এবং অতি প্রাচীন এক বটবৃক্ষের গায়ে মোহান্তের মাথাটি ঈষৎ হেলিয়া পড়িয়াছে। র্তাহার আনীল ওষ্ঠাধর ঈষৎ বিযুক্ত ; মুখখানি এমনি পাংশুবর্ণ যে দেখিলে ভয় হয়। চক্ষু নিষ্পনা, দৃষ্ট অর্থহীন; সে দৃষ্ট যেন অনন্ত সবাব পরিদৃগুমান অংশে আর আবদ্ধ নাই ; চক্ষে অসীম দুঃখের এবং অপ্রমেয় অশ্রীবর্ষণের রক্তচ্ছটা । সন্ত্রমমণ্ডিত শুভ্ৰ কেশগুলি সংলিপ্তভাবে গুচ্ছে গুচ্ছে র্তাহার শ্রান্ত ললাটের উপব আসিয়া পড়িয়াছে ; ক্ষীণ হাত দুইখানি ক্রোড়দেশে অঞ্জলিবদ্ধ। মোহান্তের দক্ষিণে, স্থলিত শিলায়, জীর্ণ পল্লবের স্তুপে, এবং হ্রস্ব-স্থল ক্ষয়গ্ৰস্ত বৃক্ষমূলে ছয়জন অন্ধ আসীন। বামে ছয়জন স্ত্রীলোক, ইহারাও অন্ধ। উভয় দলের মধ্যে একটা সমূলোৎপাটিত প্রকাও বৃক্ষ এবং কয়েকখও গুরুভার প্রস্তর। স্ত্রীলোকদের মধ্যে তিনজন ক্রনীনস্বরে অবিশ্রাম স্তোত্রপাঠ করিতেছে ; একজন অতিবৃদ্ধ ; একজন উন্মাদগ্ৰস্ত এবং চিরমোন, তাহার কোলে একটি শিশু নিদ্রিত। একজন অপূৰ্ব্ব সুন্দরী, ইহার কেশরাশি বস্তার মত সৰ্ব্বাঙ্গে ছড়াইয়া