পাতা:রঙ্গমল্লী.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ রঙ্গমল্পী প্রথম অঙ্ক কই ? আমি তো কোনো শব্দ পাচ্ছিনে । দ্বিতীয় অন্ধ আমি কেবল আমাদের সকলের নিশ্বাস-প্রশ্বাসের শব্দ পাচ্ছি। অন্ধ স্থবির আমার মনে হয় মেয়েদের কথাই ঠিক । প্রথম অন্ধ আমি কথখনে নক্ষত্রের আওয়াজ শুনিনি । দ্বিতীয় অন্ধ ও তৃতীয় অন্ধ আমিও না। ( একদল নিশাচর পার্থী সহসা আকাশ হইতে নামিয়া পল্লবের স্তরে অদৃশু হইয়া গেল ) দ্বিতীয় অন্ধ শুন্‌ছ ? শুন্‌ছ ? শোনো ! শোনো ! উপরে ওকি বল দেখি ? ••••••••• শুনতে পাচ্ছ ? অঙ্ক স্থবির আকাশের নীচে দিয়ে অথচ আমাদের মাথায় উপর দিয়ে কি যেন চলে গেল । बर्छे अक्क আমাদের ঠিক উপরের দিকে কি যেন নড়ে বেড়াচ্ছে ; হাত বাড়ালে কিন্তু নাগাল পাওয়া যাবে না। প্রথম আন্ধ আমিও শব্দটার ভাব ঠাওরাতে পাচ্ছিনি ; এখন ঠিকানায় পৌছতে পাল্পে বাচি ।