পাতা:রঙ্গমল্লী.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ध्रेिशंद्र। Ե(է यद्वै ठाक কেউ কান দেয়নি ? তৃতীয় অন্ধ এইবার থেকে র্তার কথা শুনব । ষষ্ঠ অন্ধ আমাদের মধ্যে কারো কি এ দ্বীপে জন্ম হয়েছে ? অন্ধ স্থবির আমরা সবাই বিদেশী । অন্ধ স্থবির। আমরা সমুদ্রপারের লোক । প্রথম অন্ধ আমি ভেবেছিলাম পার হ’বার সময়েই মারা পড়ব । দ্বিতীয় অন্ধ আমিও। আমরা দু’জন একসঙ্গে এসেছিলাম। তৃতীয় অন্ধ আমরা তিন জনই এক গায়ের লোক । প্রথম অন্ধ লোকে বলে, আকাশ পরিষ্কার থাকলে সে দেশ এখান থেকেও দেখা যায় ; ঐ উত্তরে। তৃতীয় অন্ধ আমাদের জাহাজখানা হঠাৎ এই দ্বীপে এসে ঠেকে গেল ; কাজেই এই খেনেই নামৃতে হ’ল । অন্ধ স্থবির। আমি এসেছি আর এক দেশ থেকে ।