পাতা:রঙ্গমল্লী.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৃষ্ট্রিহার ԵթՊ প্রথম অন্ধ অর্থাৎ ? অন্ধ তরুণী আমি লোকের কণ্ঠস্বর শুনেই বলে দিতে পারি। আমি যখন কিছুই ভাবিনে তখনই আমার মনের সকল কথা পরিষ্কার হয়ে ফুটে ওঠে । প্রথম অন্ধ আমার পুরাণ কথা কিছু মনে নেই—আমি— (দেশান্তরগামী কতকগুলি পার্থী কলরব করিতে করিতে শাখা-পল্লবের মধ্য দিয়া উড়িয়া গেল) অন্ধ স্থবির আবার যেন আকাশে কিসের আনাগোনা টের পাচ্ছি। দ্বিতীয় অন্ধ এ দেশে তুমি কেন এলে ? অন্ধ স্থবির কাকে বলছ ? - দ্বিতীয় অন্ধ ওই মেয়েটিকে । অন্ধ তরণী লোকের মুখে শুনতে পেলাম, এই দেশের মোহান্ত ঠাকুর অন্ধকে দৃষ্টিদান কর্তে পারেন। উনিও আমায় বলেছেন যে আবার আমি দৃষ্টি ফিরিয়ে পাব। একবার চোখের জালিট কাটুলে হয়,—আর এখানে থাকছি নে ৷