পাতা:রঙ্গমল্লী.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ ब्रन्न भईो দ্বিতীয় অন্ধ আমার মনে হচ্ছে যেন আমরা ভারি তফাৎ তফাৎ রয়েছি ; একটু কাছাকাছি বসা যাক, ঠাণ্ড পড়তে স্বরু হয়েছে। তৃতীয় অন্ধ আমার দাড়াতে সাহস হচ্ছে না, যেখানে থাকা গেছে সেইখানে থাকাই ভাল। অন্ধ স্থবির তাছাড়া আমাদের পরস্পবের মাঝখানে কত কি থাকুতে পারে,••••••কিছুই তো বলা যায় না । ষষ্ঠ অঙ্ক আমাক বোধ হ’চ্ছে আমাৰ হাত দিয়ে রক্ত পড়ছে ; দাড়িয়ে উঠতে গিয়েই এই হ’য়েছে। তৃতীয় অন্ধ বুঝেছি, তুমি আমার দিকটায় বুকে রয়েছ,•••••••••আমি শুনতে পাচ্ছি। (উন্মাদগ্ৰস্ত অন্ধ স্ত্রীলোকটি দুই হাতে সজোরে চোখ, রগড়াইতে রগড়াইতে বারম্বার নিম্পন্দ মোহান্তের দিকে ফিরিতে লাগিল এবং মধ্যে মধ্যে অস্ফুট স্বরে কাদিতে লাগিল ) প্রথম অঙ্ক আমি আর এক রকম শব্দ পাচ্ছি ।