পাতা:রঙ্গমল্লী.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৃষ্ট্রিহার צ o\ס তৃতীয় অন্ধ দুজনেব সাড়া পাওয়া যায়নি,•••••• তারা কোথায় ? ( লাঠি বাড়াইয়া দেখিতে গিয়া উহা পঞ্চম অন্ধের গায়ে লাগিল ) পঞ্চম অন্ধ আঃ ! আমি ঘুমুচ্ছিলাম, ...একটু ঘুমুতে দাও না, বাপু ! ষষ্ঠ অঙ্ক এও নয় ; তবে কে ? পাগলি ? অন্ধ স্থবির। পাগলি আমাব পাশে, সে বেঁচে আছে,..আমি শুনতে পাচ্ছি। প্রথম অন্ধ আমাব বোধ হয়......আমার বোধ হয় এ মোহান্ত ঠাকুর ••••••র্দাড়িয়ে রয়েছেন ! এস ! এস ! দ্বিতীয় অন্ধ দাড়িয়ে রয়েছেন ? তৃ তীয় অন্ধ তা হ’লে বেঁচে আছেন । অন্ধ স্থবির কই তিনি ? शर्छ अक ●ዥ, দেখিগে, এস •••••• ( সকলে আন্দাজে মৃতের দিকে চলিল ; উন্মাদগ্ৰস্ত স্ত্রীলোকটি এবং অন্ধবধির পুরুষটি গেল না ) দ্বিতীয় অঙ্ক কই তিনি ? এইখানে ? ঠিকৃ তিনিই ত ?