পাতা:রঙ্গমল্লী.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S eS রঙ্গমল্পী তৃতীয় অন্ধ ই, ই, আমি চিনেছি । প্রথম অন্ধ হে ঠাকুর ! হে দয়াময়! আমাদের কী উপায় হবে। অন্ধ স্থবির। বাবাঠাকুর । বাবাঠাকুর । এ কি তুমি ? কি হ’ল ? কেমন ক’রে এমন হল ? বল, বল, সাড়া দাও !...আমরা যে সবাই মিলে তোমার কাছে এসেছি, ওঁ ! ওঁ ! ওঁ ! অন্ধ স্ট্রবির একটু জলের জোগাড় দেণ, দেখি ! হয় তো এখনো বেঁচে आॉ८छ्न.• • • • • দ্বিতীয় অন্ধ আচ্ছা, বেয়ে ছেয়ে দেখা যাক না..••••চাই কি, চেতন হ’লে আমাদের পথ দেখিয়ে আবার আশ্রমে নিয়ে যেতেও তো পারেন । তৃতীয় অন্ধ বৃথা চেষ্টা ; বুকে কোনো শব্দই পাচ্ছিনি, সব ঠাগু...... প্রথম অন্ধ মারা গেলেন••••••কিছু বলে যেতে পার্লেন না ! তৃতীয় অন্ধ । আমাদের আগে থেকে সতর্ক ক’বে দেওয়া উচিত ছিল । দ্বিতীয় অন্ধ ওঃ কি বুড়োই হ’য়েছিলেন......এইবার নিয়ে তার মুখে মোট দু’বার আমি হাত দিলাম।