পাতা:রঙ্গমল্লী.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৃষ্টিহীরা ১১৩ অন্ধ স্থবির আমার মনে নিচ্ছে,—মেয়েদের কথাই ঠিক্‌ ! ( ফুলকি-বরফ ও পাপড়ি-বরফ ঝরিতে লাগিল ) eधं९म श्रक উঃ ! আমার হাতের উপর...কনকনে ঠাও...এ আবার কি পড়তে লাগল ? ষষ্ঠ অঙ্ক বরফ পড়ছে। ॐवंश्य एठश्नः একটু ঘেঁষাৰ্ঘেষি ক’রে বসা যাক। অন্ধ তরুণী ওই শোনো......... পায়ের শব্দ । অন্ধ স্থবির। দোহাই ! একবার চুপ কর না বাপু ! অন্ধ তরুণী কাছে আসছে। খুব কাছে আসছে, ওই ! (অন্ধকারে পাগলির ছেলেটি কাদিতে আরম্ভ করিল ) অন্ধ স্থবির ছেলে কঁদিছে । অন্ধ তরুণী ও দেখতে পায় । দেখতে পায় । কাঁদছে, নিশ্চয় কিছু দেখতে পেয়ে কঁদিছে। þr