পাতা:তীর্থরেণু.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

একটিও, হায়, মানুষ যেথায় কঁদছে সকাতরে,
মোদের স্বদেশ সেই যেন হয় ভগবানের বরে;
যেখানটিতে একখানি হাত মুছায় দুটি চোখ,
জগৎ মাঝে সেইটুকু ঠাই তোমার আমার হোক;
সাঁচ্চা লোকের জন্মভূমি সেখানটিতেই ঠিক,
বিশ্বজোড়া বিশাল স্বদেশ মুক্ত চতুর্দিক।

লাওয়েল।


পিতৃপীঠ

ওগো  কোথা সেই দেশ, কেমন সে দেশ
কে মোরে বলিবে তাহা?
মোর  পরাণের চেয়ে প্রিয় সে, তবুও
চক্ষে দেখিনি, আহা!
তবু  সে আমার দেশ, আমারি স্বদেশ,
না জানি দেখিব কবে!
কবে  মন্দার-হরিচন্দন-বীথি
নয়নে উদয় হ'বে।
হেথা  যত অনশন-ক্লিষ্ট বামন
মিলিয়াছে একঠাই,
হায়  ক্ষুদ্রতা আর ক্ষুধা তৃষ্ণার
অবসান হেথা নাই।

১৪৫