পাতা:সরোজিনী নাটক.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সরোজিনী।


প্রথম অঙ্ক।
প্রথম গর্ভাঙ্ক।
দেবগ্রাম।
চতুর্ভুজা দেবীর মন্দির-সম্মুখীন শ্মশান।
লক্ষ্মণসিংহের প্রবেশ।

 লক্ষ্মণসিংহ। (স্বগত) একে দ্বিপ্রহর রাত্রি, তাতে আবার অমানিশা— কি ঘোর অন্ধকার! জনপ্রাণীর সাড়াশব্দ নাই, কেবলমাত্র শিবাগণের অশিব চিৎকার মধ্যে মধ্যে শোনা যাচ্চে, সমস্ত প্রকৃতিই নিদ্রায় মগ্ন, এমন সময়ে বিকট স্বরে “ময়্‌ ভুখা হোঁ।” এই কথাটী ব’লে রজনীর গভীর নিস্তব্ধতা কে ভঙ্গ কল্লে? ওঃ! সে কি ভয়ানক