পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] শ্ৰীযুক্ত মনোহর বাবুর আরও একটু পরিচয় দিতে হইতেছে। তিনি নয়-আনির-বৰ্ত্তমান জমীদার খ্ৰীযুক্ত সিদ্ধেশ্বর বাবুর খুড়া মহাশয়—পিতার খুল্লতাত-পুত্র। তিন পুরুষ পূৰ্ব্বে দেবীপুরের জমিদারী দুই ভাগে বিভক্ত হয় ; একভাগ নয়-আনি, আর একভাগ সাত-আনি । এ প্রকার বিষয়-বিভাগের কারণ, কি তাহ আমরা জানিন । এই বিভাগের পর হইতে এতদিন নয় আনি সাত-আনি কখন মিলিয়া মিশিয়া থাকিতে পারে নাই ; দাঙ্গা-হাঙ্গামী, মামলা-মোকদ্দমা সৰ্ব্বদাই লাগিয়া আছে। মামলা মোকদম না হইলে বোধ হয় দেবীপুরের জমিদারীই চলে না ; কারণে অকারণে গোলযোগ চলিয়া আসিতেছে ; কোন পক্ষই কাহারও কাছে কিছুতেই পরাজর স্বীকার করিতে চাহেন না ; সুতরাং আদালতে যাওয়া ব্যতীত কোন দিনই গত্যন্তর থাকে नt । সিদ্ধেশ্বর বাবুর পিতা সৰ্ব্বেশ্বর বাবু যখন মারা যান, তখন সিদ্ধেশ্বর বাবু নাবালক ছিলেন। সেই সময়ের ম্যানেজার বাবু বিশেষ চেষ্টা করিয়া জমিদারী কোট অব ওয়াডসে যাইতে দেন নাই—সিদ্ধেশ্বর বাবুর মাত রমামুন্দরী দেবীই নাবালকের অভিভাবক হইয়া জমিদারী-কাৰ্য্য বিশেষ দক্ষতার সহিত পরিচালনা ৩৪