পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-অমানি তোর সঙ্গে তর্ক করতে করতে তেষ্ট পেয়ে গেছে। এখন দেখি গে, কাকাবাবু বৈঠকখানায় এসেছেন কি না ?” হরিহর লাফাইয়া উঠিয়া বলিল “এই দেখেছ দাদা! তোমার সঙ্গে ভারি একটু বিশেষ কথা ছিল ; এতক্ষণ তা ভুলেই গিছলাম।” . সিদ্ধেশ্বর হাসিয়া বলিলেন “ভারি বিশেষ কথা, অথচ সেইটেই ভুল। আচ্ছা ছেলে যা হোক।” “না দাদা, সত্যিসত্যিই একটা অতি গুরুতর পরামর্শ তোমার সঙ্গে আছে । আমি সন্ধ্যার পর তোমার ওখানে যাব ব’লেই মনে করেছিলাম। দেখ, আমি সুবর্ণপুর থেকে—” কথাটা আর সমাপ্ত হইতে পারিল না। মনোহর বাবু বৈঠকখানায় বারান্দায় দাড়াইয়া ডাকিলেন “সিধু এসেছিস্। এদিকে আয় ।” হরিহরের আর তখন সে কথা বলা হইল না ; সে তাড়াতাড়ি বলিল “চল দাদা, তোমার মমিনপুরের দলিল দস্তাবেজ শুনিগে, আর তোমার দুর্গতি উপভোগ করিগে। আমার সে কথা রাত্তিরে হবে, বুঝলে ?” সিদ্ধেশ্বর বলিলেন “সেই ভাল, তুই সন্ধ্যার পর আমার ওখানেই যাস।” এই বলিয়া দুই জমে বৈঠকখানার দিকে গেল। Q8