পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰেীল-তলানি দেখাবার জন্তই ডেকে এনেছি।” এই বলিয়া তিনি কালাচাদ মুখোপাধ্যায়ের পত্ৰখানি সিদ্ধেশ্বরের সন্মুখে ফেলিয়া দিয়া বলিলেন “পড়ে দেখ, কি লেখা আছে।” সিদ্ধেশ্বর পত্ৰখানি খুলিয়া মনে মনে পড়িতে লাগিলেন, হরিহরও সেই সঙ্গে পত্ৰখানি পড়িল । পড়া শেষ হইলে সিদ্ধেশ্বর বলিলেন “পত্রে যা লেখা আছে, তার এক বর্ণও সত্য নয় । আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম ; আমি নিজের চক্ষে সব দেখছি। কালু মুখুয্যে নিজের সাফাইয়ের জন্ত এই মিথ্যা কথা বানিয়েছে।” হরিহর বলিল “দাদা, এ সম্বন্ধে আমিও একখানি পত্র পেয়েছি, সেই কথাই তোমাকে বলতে যাচ্ছিলাম ; বাবা তোমাকে ডাক্লেন তাই তোমাকে কিছু বলতেও পারলাম না, পত্ৰখানা ও দেখাতে পারলাম না ।” সিদ্ধেশ্বর বলিলেন "কে তোমাকে পত্র লিখেছে হরিঙ্গর ?” হরিহর বলিল “এর বাড়ী ঐ সুবর্ণপুরেই। ইনি এবার প্রেসিডেন্সি কলেজ থেকে বি-এ পরীক্ষা দিয়ে সংস্কৃত জনারে ফাষ্ট ক্লাসে ফাষ্ট হয়েছেন।” সিদ্ধেশ্বর বলিলেন “তুমি রামনাথ ঘোষালের কথা বলছ। ই, রামনাথ ও সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল । তাদের বাড়ীও মুখুয্যে-পাড়ায়। ছেলেটি খুব ভাল ; যেমন পণ্ডিত, তেমনই বিনয়ী, আবার তেমনই তেজস্বী। আমার সঙ্গে তার খুব ঘনিষ্টত। হয়েছিল। রামনাথ কি লিখেছে ?” 15 : v> |