পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-অমানি অন্যান্ত স্থানের প্রধান-প্রধান ব্যক্তিগণের নিকট পত্র লিথিয়াছে ; এবং যিনি বা যাহারা তাহাদিগকে আশ্রয় দিয়াছেন, তাহাদিগকে সমাজে লাঞ্ছিত করিবার ভয় প্রদর্শন করিয়াছে। আমি গোরাচাদ মুখোপাধ্যায়ের প্রতিবেশী ; আমি তাহার বিধবা পত্নীকে বুদ্ধি পড়িয় অবধি দেখিয়া আসিতেছি। আমি বলিতেছি, র্তাহার চরিত্রে কখন কোন দোষ স্পর্শ করে নাই ; কালাচাদের আরোপিত সমস্ত কথা মিথ্যা। তুমি জান, আমি কখন মিথ্য কথা বলি না ; আমার কথায় বিশ্বাস করিও । তোমাকে এ কথা লিখিবার উদ্দেশ্য এই যে, তুমি তোমার পূজনীয় পিতৃদেবকে আমার এই পত্ৰখানি দেখাইবে ; তাহা হইলে তিনি অপর পক্ষের কথা যে সম্পূর্ণ মিথ্যা, তাহ নিশ্চয়ই বিশ্বাস করবেন। তোমার দাদা এবং র্তাহার মাতাঠাকুরাণী যে মহত্ত্বের পরিচয় দিয়াছেন, নিরপরাধা বিধবাকে সামাজিক নিৰ্য্যাতনের হস্ত হইতে রক্ষা করিবার জন্ত র্তাহাকে আশ্রয় দিয়া যে সৎসাহসের পরিচয় দিয়াছেন, তাহাতেই বুঝিয়াছি, তোমাদের বংশ সত্যের মর্য্যাদা রক্ষা করিতে জানে। তোমার পিতৃদেব বর্তমান সময়ে সেই বংশের প্রধান ব্যক্তি ; সুতরাং তিনিও প্রকৃত ঘটনা অবগত হইলে মহত্ত্বের পরিচয় প্রদান করিবেন। ● তোমার অবগতির জন্ত আরও একটা কথা লিখিতেছি । এই ব্যাপার লইয়া আমাদের গ্রামেও মতান্তর ईश्ब्राह ; আমরা অর্থাৎ যুবকদল স্থির করিয়াছি যে, আমরা কালাচাদের সহিত কোন প্রকার সামাজিক সংস্রব রাখিব না ; এবং ষে উপায়েই w8