পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লোহল তমানি গ্রহণ করিলেন, এ দিকে রমামুন্দরী জমিদারী সম্বন্ধে সমস্ত বিষয়ই হরিহরকে শিখাইতে লাগিলেন । 来 肇 * 龜牌 尊 দেখিতে দেখিতে বৎসর কাটিয়া গেল ! হরিহর জমিদারীর ভার পাইল ; পিতার বাৎসরিক শ্রাদ্ধ মহা সমারোহে সম্পন্ন করিল। তাহার পরই প্রচারিত হইল যে সুহারের সঙ্গিত হরিহরের বিবাহ আর একমাস পরেই হইবে । সিদ্ধেশ্বর এই বিবাহ উপলক্ষে দেশের প্রধান-প্রধান ব্রাহ্মণ-পণ্ডিতগণকে নিমন্ত্ৰণ করিবার সঙ্কল্প করিলেন । এ দিকে অন্য আয়োজনও চলিতে লাগিল । এই বিবাহের ;ে সাম{ঞ্জিক প্রতিবন্ধক আছে, সিদ্ধেশ্বর তাছা গোপন করলেন না । নিমন্ত্রণ পত্রের সহিত আরও একখানি ক্রোড়-পত্ৰ দে যু: হুইল ; তাহাতে কন্যার মায়ের সম্বন্ধে সমস্ত কথা লিপিবদ্ধ হইল । সিদ্ধেশ্বর এই নিমন্ত্রণ-পত্ৰ ডাকে পাঠাইলেন না ; এক জন প্রধান ব্ৰাহ্মণ কৰ্ম্মচারীকে পত্রসহ দেশের প্রধান-প্রধান পঞ্জিী - পৃ নিকট প্রেরণ করিলেন ; এবং তাহারা যাহাতে বিবাংে যাগদান করেন, সে সম্বন্ধেও বিশেয অনুরোধ জানাইলেন । বিবাহের দিন সমাগত হইল ! ব্রাহ্মণ-পণ্ডিতগণের মধ্যে দুই চারিজন ব্যতীত আর সকলে উপস্থিত ই ইলেন। সিদ্ধেশ্বর জানিতেন যে, এ কার্য্য সৰ্ব্ববাদীসম্ম ত হইবে না--স্তইহে পারে না । তবুও অনেক পণ্ডি ত, অনেক সমাজপতি যে পদধূলি ম’ন করিয়াছেন, ইহাতেই তিনি সন্তুষ্ট হইলেন। হরিহরের বন্ধুগণ দল বাধিস্থ এই বিবাহক্ষেত্রে উপস্থিত হইলেন ; র্যাঙ্গদের অভিভাবকের এই > Q(t