পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"8 গৈাবিন্দ দাসের করচ, করিয়া গরীয়ান হইবে, এবং এই ভাবে বৈষ্ণব-ধর্থের আবর্জন দূর করার চেষ্টায় মধ্যযুগের পাণ্ডিত্যের মেরুমদার অপেক্ষাও করচার দ্যায় প্রবাহশীল স্বচ্ছ নিৰ্ম্মল ইতিহাসের ধারার উপর বেশী নির্ভর করার দরকার হইবে। ം് পরিশেষে বক্তব্য এই যে গোবিন্দ দাসের করচা সম্বন্ধে যে সকল কথা লিখিত হইয়াছে, তাহ আমার নিজের মত, ইহার জন্ত বিশ্ববিদ্যালয় কিংবা অপর কেহ দায়ী নহেন। তবে আমার বিশ্বাস যে এই ভূমিকা পড়িলে সুধীব্যক্তিরা আমার মতাবলম্বী হইবেন। অনেক উদারচেতা প্রভুপাদ গোস্বামী মহাশয়েরা ও স্বীয় সঙ্কীর্ণ স্বার্থের গঞ্জী অতিক্রম করিয়া র্তাহাদর মহানুভবতার পরিচয় দিয়াছেন। তাহাদিগের প্রতি আমাদের অসীম ভক্তি জ্ঞাপন করিতেছি। এই পুস্তক সম্পাদনে যথেষ্ট পরিশ্রম করিতে হইয়াছে। কিন্তু তজ্জন্ত আমরা কপর্দক ও গ্রহণ করিব না। পুস্তকের ২৫ শত কাপি বিনামূল্যে ও অবশিষ্ট শুধু বয় মাত্র গ্রহণ পূৰ্ব্বক বিতরিত হইবে। বাগবাজার কলিকাতা শ্ৰীদীনেশচন্দ্র সেন । ৭ বিশ্বকোষ লেন, } ১৯ শে জুলাই ১৯২৬