পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ দাসের করচা - s: একই প্রাপ্তর ভূমে তাপতীর কাছে। বামন দেবের মূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছে। বলি রাজা এই মূৰ্ত্তি করিলা স্থাপন। তাপতী হইল তীর্থ ইহার কারণ ॥ বামন করিলা স্নান তাপতীর জলে । সেই লাগি তাপতীরে মহাতীৰ্থ বলে ॥ বামন দেবের পদে নমস্কার করি । যজ্ঞ কুণ্ড দেখিবারে যায় গৌর হরি ॥ ভরেীচ নগরে যজ্ঞ কুও দেখিবারে। তাপতী ছাড়িয়া যায় নৰ্ম্মদ ধারে ॥ ভরোচেতে যজ্ঞ কুও বলিরাজা করে। কুও দেখিবারে যায় প্রফুল্প অস্তরে ॥ প্রকাও কুণ্ডের খাত দেখিয়া নয়নে। অপার আনন্দ হইল চৈতন্তের মনে ॥ মহাতীৰ্থ নৰ্ম্মদায় সিনান করিয়া। বরোদ নগরে যায় গোরা বিনোদিয়া ॥ বরোদার পূর্বভাগে ডাকোরজী ঠাকুর। ডাকোরজী দেখিতে ইচ্ছা হইল প্রভুর ॥ ডাকোরঞ্জীর আঙ্গিনায় প্রকাও নমাল । তার নিয়ে দাণ্ডাইলা শচীর দুলাল ৷ ডাকোরজী দেখিয়া প্ৰভু নতি স্তুতি করি। ফিরিয়া আইলা পুনঃ বরোদ নগরী। বরোদার রাজা বড় পুণ্যবান হয়। গোবিন্দ সেবায় রত রাজা মহাশয় ॥ গোবিনোর মন্দির স্বহস্তে মুক্ত করে। অম্বরীয সম রাজা ঘোষে পরস্পরে ॥ সদা ব্যস্ত মহারাজ গোবিন্দেব লাগি । গোবিন্ন সেবায় রাজা সদা অনুরাগী ৷ স্বহস্তে তুলিয়া রাজা তুলসীমঞ্জরী। গোবিলের পাদপদ্মে দেন ভক্তি করি ॥ সন্ধ্যাকালে গোবিদের বাড়ী গোরা যায়। গোবিন্দ দেখিয়া প্রেমে লুক্টিভ ধরায় ৷ ছিন্ন এক বহিবলৈ পাগলের বেশ । সদা উম্মত প্ৰভু কৃষ্ণেতে আবেশ ॥ সব অঙ্গে ধূলা মাখা মুদ্রিত নয়ন। । গোবিনা দেখিয়া অশ্র করে বরিষণ ॥ তিন দিন পরে এথা বিপদ ঘটিল। জর রোগে নরোজীর মরণ ঘটিল ॥ মৃত্যু কালে সম্মুখে বসিয়া গোর রায়। পদ্ম হস্ত বুলাইলা নারোজীর গায় ॥ যেই কালে নারোজীর নয়ন মুদিল । আপনি শ্ৰীমুখে কর্ণে কৃষ্ণনাম দিল ॥ নারোজী ঠাকুর হয় বড় ভাগ্যবান। তার কানে কৃষ্ণনাম দিলা ভগবান ॥ নারোজী মরণকালে জোড় হাত করি। তাকায়ে প্রভুর দিকে বলে হরি হরি । নারোজীরে কোলে করি প্রভু বিশ্বম্ভর । তমালের তল হৈতে করে স্থানান্তর ॥ " ভিক্ষা করি নারোজীর সমাধি হইল। সমাধি বেঢ়িয়া প্ৰভু কীৰ্ত্তন করিল। এই কথা মহারাজ শুনি কাণ কাণি । সন্ন্যাসীরে বাকি দিতে আইলা আপনি ॥ প্রভুরে দেখিয় রাজা প্রণাম করিল। ভাল মন্দ কোন কথা প্রভু না কহিল ॥ আদরেতে রাজা বলে ভিক্ষণ করিবারে । প্রভু বলে ভিক্ষা পাই গৃহস্থের দ্বারে। বিলাসের ভিক্ষায় নাহিক প্রয়োজন । তব দ্বারে ভিক্ষা নাহি চাহি একারণ ॥ হাত জোড়ি রাজা কহে ভিক্ষা লইবারে । অগত্যা লইতে ভিক্ষা কহিলা আমারে ॥ বাকি দিতে-গুণাগুণ বুঝিতে