পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গয়াসৃউদ্দীনৃ [ ২৫৬ } গয়াসৃউদ্দীম্‌ : '

নিজের মৃত্যুকামনা করিতে লাগিলেন । বঙ্গদেশ হইতে বস্থর থাকে আনয়ন করিয়া তাহাকে উত্তরাধিকারী মনোনীত করিলেন ও মৃত্যুকাল পর্যন্ত উচ্ছার নিকট খাকিতে অনুরোধ করিলেন। বর্ঘর খ৷ মৃত্যুর বিলম্ব আছে মনে করিয়া তাহাকে না বলিয়া বঙ্গদেশে যাত্রা করিলেন। বলবন ইহাতে ক্রুদ্ধ হইয়া মাহ্মদের পুত্র থোসরুকে তাহার উত্তরাধিকারী নিযুক্ত করিয়া ১২৮৬ খৃষ্টাব্দে ইহলোক পরিত্যাগ করেন। ২১ বর্ষকাল তিনি রাজত্ব করিরাছিলেন । গয়াসৃউদ্দী করৎ ১ম, (মালিক-)রিাট বাল্খ ও গজ নির রাজা, ইনি করৎ বা কর্ণবংশীয় ৪র্থ রাজা । ১৩০৭ হইতে ১৩২৯ খৃষ্টাশ্ব পর্য্যস্ত রাজত্ব করেন । গয়াসউদ্দীন করৎ ২য় (মালিক-) হিরাট, ঘোর, সরথস্ ও নৈসাপুরের রাজা ! ১৩৭০ খৃষ্টাব্দে সিংহাসনে আরোহণ করিয়া ১২ বৎসর কাল রাজত্ব করেন। ইনি তুস ও জাম প্রদেশ অধিকার করিয়াছিলেন । সন্দবারের সর্বদার ও । জানিকুৰ্ব্বানির সামন্তদিগের সহিত ইহাকে যুদ্ধ করিতে হয় । ১৩৮১ খৃষ্টাব্দে (হিঙ্গির। ৭৮৩ তৈমুরলঙ্গ হিরাটপ্রদেশ জয় করিয়া সপুত্র গয়াসউদ্দীনকে বন্দী করিয়া নিহত করেন। গয়াসৃউদ্দীন খিলজি, সুলতান, গুজরাটের . একজন রাজ। । ১৪৬৯ খৃষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন । ৩৩ বৎসর রাজত্ব করিবার পর, তিনি বৃদ্ধ হইলে তাছার পুত্রদ্বয় তাহার মৃত্যু কামনা করিতে লাগিলেন। শেষে ভ্রাতৃদ্ধর মধ্যে বিবাদ আরম্ভ হইল। জ্যেষ্ঠ নাসিরউদ্দীন, কনিষ্ঠ মুজাওঁ খাকে বিনাশ করিয়া ১৫•• খৃষ্টাব্দে ২২এ অক্টোবর রাজ্যতার গ্রহণ করিলেন । কিছুদিন পরে হঠাৎ এক দিন দেখা গেল যে, অন্দরমহলে তাহার বৃদ্ধ পিতার মৃত্যু হইয়াছে। অনেকের অনুমান বিষপ্রয়োগে তাহার মৃত্যু হয় । গয়াসউদ্দীন মাহ্মদ, বোর ও গজনির রাজা । ১২০৫ খৃষ্টাব্দে ইনি রাজত্ব করিতে আরম্ভ করেন । ৪ বৎসর রাজত্বের পর, ১২১০ খৃষ্টাব্দে ৩১এ জুলাই শনিবার রাত্রিতে মুম্বক্ষদ্বজালি শাহের লোকের। ইহার প্রাণ বিনাশ করে। ফেরোজকে নামক স্থানে ইহাকে গোর দেওয়া হয় । গয়াসউদ্দীন মুহক্ষদ ঘোরি, ঘোর ও গজনির অধিগুতি। ১১৫৭ খৃষ্টাবে ইনি রাজত্ব লাভ করিয়া ভ্রাতা শাহাবুদ্দীন বা মৈজউদ্দীন মুহম্মদকে গজনির শাসনভার অর্পণ করেন। এই শাহাবুদ্দীন, গয়াসউদ্দীনের হইয়া থোরাসান ও ভারত বর্ষের অধিকাংশ জয় করেন। গয়াসউদ্দীন ঐ সকল গ্রদেশ भाभन ब्रुणाङ्गड कनिम्न। गन। ०२०० श्रृष्टप्क °२३ मार्छ বুধবার গম্বাসউদ্দীনেয় মৃত্যু হয়। গয়াসৃউদ্দীনৃ মাহ্মদ ঘোরি, ঘোর ও গজনির অধিপতি। গীiস্উদ্দীন মুম্বক্ষদের পুত্র। পিতার মৃত্যু হইলে, পিতৃব্য শাহাবুদ্দীন সিংহাসনে আরোহণ করেন। উiহীর মৃত্যু হইলে গয়াসউদ্দীন মাঙ্ক, রাজ্যলাভ করিলেন। ইনি তাজউদ্দীন এলজিকে গজনির রাজ্যভার অর্পণ করেন। ১২১৮ १छेदिक हैंशद्र भूङ्का श्छ । हेनि दफ़ अणग श्शूिन । গয়াসৃউদ্দীন, বঙ্গের একজন সুবেদার। ( ইহার অপর নাম হসাম্ঊদ্দীন ইরাজ।) ইনি পারস্তের অন্তর্গত ঘোররাজোর কোন সন্ত্রাস্তবংশে জন্মগ্রহণ করেন । বয়োপ্রাপ্ত হইলে অর্থেtপার্জনের শুষ্ঠ তুর্কিস্থানে উপস্থিত হন । তথায় পুসতেঅফরোজ নামক একটা পৰ্ব্বতে আরোহণ করিয়া দুইট ফকিরকে দেখিতে পান । ফকিরগণ তাহাকে জিজ্ঞাসা করিল, “তোমার কাছে কিছু খাদ্যসামগ্ৰী আছে ?” তিনি তথন খাদ্য বাহির করিয়া দিলেন। ফকিরগণ তাহ! আহার করিত্তে লাগিলেন । পরে তিনি জল আনিয়া দিলেন । তাহারা আস্থায় করিয়া তৃপ্ত হইয় তাহাকে বলিয়া দিলেন, “তুমি ভারতবর্যে গমন কর, তথায় তোমার ভাগ্যে সিংহাসন আছে।” হুসামউদ্দীন এই কথায় বিশ্বাস করিয়। ভারতে আসিয়া বখতিয়ারের অধীনে চাকরি গ্রহণ করিলেন । বখতিয়ার তাহাকে বাঙ্গলায় লইয়া গিয়া গঙ্গত্রির শাসনকৰ্ত্ত নিযুক্ত করিলেন । এ গঙ্গত্রি কোথায় অবস্থিতৃ, তাহ আজিও ঠিক নির্ণীত হয় নাই। কেহ বলেন, বিহার ও নাগরের মধ্যবৰ্ত্তী গুরগুরি, কেহ বলেন বিহারের অন্তর্গত গিধোড় নামক স্থান পূৰ্ব্বে গঙ্গাত্র বলিয়া উক্ত হইত। যাহা হউক, হসাউদ্দীন কিছুকাল পরে দেবকোট নামক স্থানের শাসনকৰ্ত্ত হন। তথন দেবকোট একটী প্রধান সেনা-নিবাস ও ফৌজদারী আডড ছিল। উহা দিনাজপুর জেলায় গঙ্গারামপুরের অন্তর্গত দমদম নামক স্থানে অবস্থিত। হুসামউদ্দীনের সাহাধ্যে দিল্লির সম্রাটের কৰ্ম্মচারীর মুহূক্ষদ সেবাম ও অন্তান্ত খিলঞ্জীসামস্তদিগকে জয় করেন । দিল্লির সম্রাটু বখতিয়ার খিলজির পর আলিমর্দান খিলজিকে বঙ্গের সিংহাসনে প্রতিষ্ঠিত করেন। আলিমৰ্দ্দানের আগমন কালে হলামউদ্দীন কুশী নদীর তীরে গিয়া তাহার সহিত *সাক্ষাৎ করিয়া অভিবাদন করেন ও তাহার অনুগমন করিয়া দেৰকোট নামক স্থানে আলিমৰ্দ্দানের অভিষেককার্য্য म°झ कब्राहेम्रा cझन । श्छिब्रि ७०१ गप्न शारश्।tन्न अस्वाई কুতুবউীনের মৃত্যু হইলে, আলিমর্গান দিল্লির অধীনত। अग्यौकाग्न कब्रिग्न। प्रायौन श्हेब्र। आशाउँझैन् नाम अश्५ করিলেন। কিন্তু দুই বৎসর পরেই খিলজির তাহাকে বধ