পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

孪 গবর দ্বিবাহের পূৰ্ব্বে পাক দেখার সময় বরকর্তী কস্তাকে পাণ, মুপারি, নারিকেল, চিনি, কাপড় ও জাম পাঠাইয়৷ দেন। একটা নারিকেল কস্তার কুলদেবতার সম্মুখে দিতে হয়। কন্যা ঐ কাপড় ও জাম পরিয়া একথানি কম্বলের উপর আলিয়া বসে, এবং বরকর্তী স্বয়ং বধৃমাতার কপালে সিঙ্গুর ও মুখে চিনি দিয়া থাকেন। “যোৰী” বা গণক কর্তৃক বিবাহ দিন ধাৰ্য্য হইলে, ঐ দিনে কমাকৰ্ত্ত বরকে च्ञांनिtङ uरुणम ८णांक ७ ७कtौ बैंtफ़ भीठाँहेग्न ८लन । पग्न भांनिप्रl cभौझिाग, रुग्न ७ कछ ठेउग्नररुहे इग्निञ्जा আথাইয়া স্নান করান হয় এবং যে স্থানে বরকন্যা স্নান করে, তাছার চারিকোণে চারিট জলপূর্ণ কলসী চতুপাশ্বে সুতা দিয়া ঘেরা থাকে । একজন অবিবাহিত ব্যক্তি ঐ কলসী হইতে ক্রমান্বয়ে জল লইয়া নবদম্পতির মস্তকে ছিটাইয়া দেয় । স্বানাস্তে কন্য। একথানি শাদা কাপড় ও হরিদ্রাবর্ণের জামা পরে । সম্প্রদানের সময় বর একটা ঝুড়ির উপর দাড়ায়, এই সময় পুরোহিত তাছাদের মাথার উপর একখানি শাদা কাপড় ঢাকা দিয়া উভয়ের মাথায় ধান দিয়া আশীৰ্ব্বাদ করেন ও কন্যার গলায় “মঙ্গলহুত্র” বাধিয়া দেন। কন্যার “ফলশোভন" ( পুষ্পোৎসব ) হইলে গৰ্ত্তাধানক্রিয় সম্পন্ন হইয়া থাকে। গবন্দির মৃত্যুর পর শবদেহ দাহ করে। তৃতীয়দিনে দাহ স্থানে যায় এবং মৃতের উদ্দেশে পিণ্ডদান করিয়া জলে ফেলিয়া দেয় । ইহাদের মধ্যে বিধবাবিবাহ ও বহুবিবাহ চলিত আছে। ধারবার জেলার গবন্দিরা আপনাদিগকে “সাগরচক্রবৰ্ত্তা” বলিয়। পরিচয় দেয় । ইহাদের কোন গোত্র বা উপাধি নাই। তবে বদগুস্, দয়ানাবুর, কানাবুর, ত্রিণামধারী, ও পাকুত্রা এই পাঁচট শ্রেণীবিতাগ আছে। প্রথমোক্ত তিনঘরের মধ্যে দানগ্রহণ প্রচলিত নাই, কেবল শেষোক্ত দুই ঘরে আদান প্রদান চলিত আছে । ইহার বিজাপুরের গবদি অপেক্ষা বেশী অপরিষ্কার ও কদাচার । তাতাচাৰ্য্যই ইহাঙ্গের গুরু । ইহাদের মধ্যে কেহ মৃতদেহ পোড়ায়, কেহ বা গোর দেয়। ইহার পুত্রাদির জন্মে, ঋতুকালে ও মৃত্যুতে যথাক্রমে ১০, ৪ ও ১০ দিন অশৌচ গ্ৰহণ করে । গবয় (পুং ) গুঞ্জ শব্দে তাবে অপ গবং শব্দভেদং যাতি প্রাপ্নোতি যাক। যাবা গাং তদবয়বসাদৃশুেন অয়তে ইতি অয়-অচ। ১ গলকম্বলশূন্য গোতুল্য পশুবিশেষ । পৰ্য্যায়—গবালুক, বনগো, বলভদ্র, মহাগন্ধ। ইহার সাংস কর্কশ ও পুষ্টিকর। ( রাজনি" ) । [ ২৯১ ] গবাধিক “গ্রামীণন্ত প্রথমতঃ পশুতো গবয়াদিকম্। সাদৃগুধীর্গবাদীনাং বা স্তাং সা ফরণং মতম্।।” (ভাষাপরি") ২ বানরবিশেষ। এই বানর বৈবস্বতমধুর পুত্র । (রামায়ণ)। গবী (স্ত্রী ) গবয় জাতে উীত্ব। গবয়ী, মাদীগবয়। পৰ্য্যায়— বনধেম, ভিল্লগৰী। ( রাজনি" ) গবরাজ (পুং) গবেন শবোন রাজতে রাজ-অৰ্চ। বৃন্ন। (শব্দচ" ) १|दल (श्रृं ) शंशः श्रृंक१ लङि जा-रु । रुनथश्रुि । (८श्भ ) । “গবলালিকুলাহিনিভা বিশ্বজন্তি পয়ঃ পয়েবাহা ।” ( मुझ९ग१ ७२॥s१ ) গবল (স্ত্রী) গব-লা-ক। মহিষশৃঙ্গ। ( অময় )। গবলী (পুং ) মহিয়। ( রাজনি• ) গবলগণ ( পুং ) সঞ্জয়ের পিতা । “সঞ্জয়ে মুনিকল্পস্থ জজ্ঞে স্বতে গবলগণাৎ ” (ভারত ১৬৩ অঃ । ) গবাক্ষ (পুং ) গবামঙ্গীব। ( অঙ্গোহদর্শনীং । পা ৫৪৭৬ । ) অছ। নিত্যমবঙ, বহু গাবঃ স্বর্যকরা জলানি বা অঙ্ক, বন্তি ব্যাপ্ত বস্তীতি অনেনেতি। অক্ষ-ঘএ ১ বাতায়ন, জানালা। পর্য্যায়—বধূদৃগয়ন, জাল, জালক। “বিলোলনেত্রভ্রমরৈর্গবাক্ষা: ’ (কুমার ) ২ বানরবিশেষ। বৈবশ্বতমমুর পুল। রামরাবণযুদ্ধে এই বানরট রামের একজন সেনাপতি পদে নিযুক্ত ছিল । গবাক্ষী (পুং) গাং ভূমিং অক্ষেতি অক্ষ-অর্ণ গৌরাদিত্বাং উী । ১ গোড়া, গোমুক বা গুমুক্ত। ২ ইন্দ্র বারণী, রাখালশশী । পর্য্যায়—ঐশ্রী, ইন্দ্র বারুণী, চিত্র, গবাক্ষী, গঙ্গচিভঁট, মৃগেৰ্ব্বার, পিটঙ্কোট, বিশালা, মৃগাদনী । ( রত্নমালা ) ৩ শাখোট, শেওড়া । ( রাজনি" ) । ৪ অপরাজিত । “গবাক্ষ্যশ্বখুী শ্বেতাশ্বেততগুiপরাজিত।” (রত্নমালা) গবাচী (স্ত্রী) গবি ভূমে অঞ্চতীতি। অন্‌চুকিপূঙীপ। (অবঙ স্কোটায়নস্ত। পা ৬১৷১২৩) ইতি অব । মৎস্তবিশেষ । পাকাল মাছ । ইহা অজীর্ণকারক, গুরু, শ্লেষ্মার প্রকোপ কর । ( রাজবল্লভ ) । ( গবাট পাঠান্তর ) । গবাদন (ক্লী) গোভিরদ্যতে অদ-কৰ্ম্মণি লুটু অবঞ্জ ঘাস । श्रृंदांप्तमी (शैौ) श्रृंदांनन cश्रोताषिां९ ठौषु । ४ हेकदाङ्गी । ২ নীল অপরাজিত। ( রাজনি" ) আধারে লুন্টু জীপ । ৩ গোগণের তক্ষণের আধার পাত্র, ডাব । গবাদি (পুং ) পাণিনীয় একটা গণ। গে, হবিস, অক্ষর, বিয, বর্হিস, অষ্টকা, সখদা, যুগ, মেধা, ক্ৰচ, কুপ, থদ, দর, থর, অসুর, অধ্বন, বেদ, বীজ, দীপ্ত এই কয়ট গবাদি। গবাধিক (স্ত্রী ) গবাকিরণেন অধিকাল্পতি কৈ-ক টাপ। লাক্ষা । (ত্রিকাগু )