পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গহলোত কনোজরাজ গোড়কে আক্রমণ করেন। যৎকালে মাদ কনোজাভিমুখে আসেন, তখন জয়পাল রাজা ছিলেন। অতএব স্পষ্টই বুঝা যাইতেছে যে মুসলমান ইতিহাসবেত্তারা ভ্রমক্রমে গহড়বার জাতির পরিবর্তে গোড় জাতির উল্লেখ করিয়া থাকিবেন । ১৭৫৮ খৃঃ অঙ্গে গহড়বার সামন্ত গৌতম ভূমিহারদিগের অত্যাচারে উত্তাক্ত ও কাশী হইতে তাড়িত হইলে বৃটিশ অধীনে আশ্রয় গ্রহণ করেন। এক্ষণে তিনি মির্জাপুরের পশ্চিমে বিজয়পুরে গবর্ণমেণ্টের বদান্ততায় রাজসম্মানে বাস করিতেছেন । গহন (রা) গহ লুটু, গাহ-লুটু, যদ্বা কৃচ্ছ গ্রহনয়োরিতি নির্দেশাৎ পৃযোদরাদুর হ্রস্বঃ । ১ বন । ২ গহবর। ৩ দুঃখ । (ত্রি) ৪ নিবিড়। ৫ দুর্গম । ৬ দুর্বোধ। ৭ ছন্দ্রবেশ। (পুং ) ৮ বিষ্ণু পরমেশ্বর। “করণং কারণং কৰ্ত্ত বিকর্তা গহনে গুহ ।” (বিষ্ণুস" ) গহনা (স্ত্রী) অলঙ্কার। গহরা (দেশজ) গভীর। গহলোত, রাজপুন্তজাতির একটা শাখা। বর্তমান সিলোদীর ও অহেরীয় রাজপুতেরা ইহার ভিন্নতম শাখা। ইহার আপনাদিগকে সিসোদীয় বলিয়া পরিচয় দিলেও ইহাদের গহ লোত আখ্যা দূর হয় নাই। ভেলি পরগণা, খাপুর, নিজামা বাদ, বিলহেীর, বিস্তুর, রশূলাবাদ, সৈয়দাবাদ, তিরুয়া, রামীয়া, হাতরাস, শাহপুর, জলেশ্বর এবং বুলনাসহরে ইহাদের বাস অধিক । বুলনাসহরবাসী গহলোতদিগেয় মধ্যে প্রবাদ এইরূপ যে সম্রাট আকবরের চিতোর-আক্রমণের পর রাজা খোমানের রাজত্বকালে ষ্টস্থার দসনার নিকটবৰ্ত্তী দেহড়া ও ধোলন নামক স্থানে অসিয়া বাস করে। কিন্তু বাস্তবিক তাহা ঠিক নহে, কারণ আইন-ই-আকবরী পাঠে জানা যায় যে সম্রাটু তাকবরের সময় গছলোন্ত বংশীয়ের দসনার জমিদার ছিলেন। সম্রাটু আলাউদ্দীন খিলজীর চিতোর আক্রমণ অথবা থোমানের রাজত্বকালে মামুনের আক্রমণের পর ইহারা দসনায় আসিয়া বাস করে-ইছাই যুক্তিসিদ্ধ ও সম্ভবপর বলিয়৷ বোধ হয় । [ খোমান দেখ । ] কেহ কেহ বলেন যে, বর্তমান গহলোতদিগের একজন পূৰ্ব্বপুরুষ গোবিন্দরা ও দিলীপতি পৃথ্বীরাজের ভগিনীকে বিবাহ করেন এবং তাহার অন্তরঙ্গ মিত্র ও যুদ্ধবিগ্রহে সহকারী ছিলেন। কেহ বা ইহাদের বর্তমান ভীরুতা ও কাপুরুষতা দেখিয়া বলেন যে, গহল অর্থাৎ ক্রীতদাসীকল্প হইতে উৎপন্ন [ ২৯৬ ] গহ্বরী বলিয়া ইহাদের গছলোত নাম হইয়াছে। কিন্তু কবি চাদ বরদাই তাহার পৃথ্বীরাজ রাপে কাব্যে লিথিয়াছেন যে, গোহিলবংশীয় সামন্ত গোবিন্দরাও চৌহানরাজ পৃথুর সহকারী ছিলেন এবং বর্তমানকালে তীরুভারূপ দোষারোপসত্বেও তিনি এই জাতিকে সৎ ও বীর বলিয়া উল্লেখ করিয়াছেন । সম্ভবতঃ সংস্কৃত গোভিলগোত্র শব্দের অপভ্রংশে গোহিলগোত, তৎপরে হিন্দী অপভ্রংশে গোহিলোত হইয়া থাকিবে। কিন্তু মিবারের সৰ্ব্বত্রই এই জাতির উৎপত্তিসম্বন্ধে নিম্নলিখিত প্রবাদটী যথার্থ বলিয়া বিশ্বাস করে।—মিবারের রাণার পূর্বপুরুষগণ গুজরাট হইতে তাড়িত হইলে পুষ্পবতী নামে এক রাজমহিষী মলয়পৰ্ব্বতে ব্রাহ্মণগণের নিকট আশ্রয় গ্রহণ করিবার অনতিকাল পরেই এক পুত্ররত্ন প্রসব করেন এবং পৰ্ব্বতগুহার মধ্যে জন্মহেতু তিনি পুঞ্জের নাম গহলোত অর্থাৎ গহ্বরোৎপন্ন রাখিলেন । বর্তমান উদয়পুরের রাণারাই ঐ গহলোতের বংশধর । গহাদি (ক্লী) ছ প্রত্যয় নিমিত্তক পাণিনীয় গণবিশেব। (গহাদিভ্যশ: | ৪২৷১৩৮ ) গহ, অস্তস্থ, সম, বিষম, উত্তম, অঙ্গ, বঙ্গ, মগধ, পূৰ্ব্বপক্ষ, অপরপক্ষ, অধমশাখ, উত্তমশাখ, একশাখ, সমানশাখ, সমানগ্রাম, একগ্রাম, একবৃক্ষ, একপলাশ, ইন্ধগ্র. ইন্ধনীক, অবসান্দন, কামপ্রস্থ, খাড়ায়ন, কাঠেরণি, লাবেরণি, সৌমিত্রি, শৈশিরি, আমুৎ, দৈবশৰ্ম্মি, শ্রেীতি, আহিংসি, আমিত্রি, ব্যাড়ি, বৈজি, আধাখি, আনৃশংসি, শোঙ্গি, আগ্নিশৰ্ম্মি, ভোঁজি, বারাটকি, বাল্মীকি, ক্ষৈমবুদ্ধি, আশ্বথি, ঔগোহমানি, ঐকবিন্ধবি, দস্তাগ্র, হংস, তত্ত্বও, উত্তর ও অনস্তর। এই কয়ট গহাদি, ইহা আকৃতিগণ । গহীর ( দেশ ) গভীর। গহেরা (দেশজ ) গভীর। গহ্ব (ক্লা) গছ-বাহুলকাৎ ভাবে কৰ্ম্মণি বা বঃ। ১ গাম্ভীৰ্য্য। ২ গহবর। ( ত্ৰি ) ৩ গহবরযুক্ত । গহবর ( ক্লী) গাহতে গাহ বিলোড়নে ( ছিত্বরচ্ছতরধাবর পীবরমীবরচীবরতীবরনীবরগহ্বরেতি। উপ্‌ ৩১ ) ইতি ঘরচু প্রত্যয়ঃ নিপতিতশ্চ। ১ বিল, গৰ্ত্ত। ২ গিরিগুহা । “গৌরীগুরোগহরমবিবেশ ” (রঘু ২২৬। ) গাহতে আত্মা আনেন। ৩ দন্ত । (অমর) ৪ বন । (মেদিনী) ৫ রোদন । ( হেম ) । ৬ বিযমস্থান । ৭ অনেকার্থের সন্মিলন । (শব্দার্থচি" ) । (পুং ) ৮ নিকুঞ্জ, লতাগৃহ। (মেদিনী ) । গহবর (স্ত্রী ) গহ্বর-টাপ। বিড়ঙ্গ । গহ্বরী (স্ত্রী ) গহর, গুহ । (শন্সর ) । “যা হোষা গহ্বরীমায়ানিদ্ৰেতি জগতিস্থিত।” (হরিবংশ )