পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিধেtড় [ ৩৬৬ ] ধারণ করিয়াছে । ইহার গর্ডে খণ্ড খণ্ড পাথর আছে । ইহার গভীরতা ৩৪ ফিটের অধিক নহে, এবং প্রস্থে প্রোয় ৪০ • গজ হুইবে । কিন্তু স্রোতের গতি এত বেগবতী যে বলবান হস্তী এমন কি এক স্থান ব্যতীত মাছুবেও এই নদী পারাপায় হইতে পারে না। ইহার তীরভূমি শালবৃক্ষে পরিপূর্ণ, মধ্যে মধ্যে পাহাড়ের ঢল নাবিয়া ক্ষুদ্র স্রোত হইয়াছে। ঐ সমস্ত ক্ষুদ্র স্রোতের মাঝে মাঝে দ্বীপের ন্তায় বনময় চরভূমি । গিড়বা নদীতে সরযু ও চৌকা বা সারদা নদীর জল মিশিয়া ঘর্ঘরা নাম ধারণ করিয়াছে। ২ ( হিনী ) একপ্রকার শস্তবিনাশকারী পোকা । গিট্‌কিরি (দেশজ) স্বরগ্রামের উপর শীঘ্র শীঘ্ৰ গমনের নাম গিটকিরি। মূছ না হইতে ইহার এই প্রভেদ করা যাইতে পারে যে, মূছনায় শ্রুতি সকল স্পষ্ট প্রকাশিত হওয়া উচিত, ইহাতে তত স্পষ্ট না হইলেও চলিতে পারে। ইহা কেবল মধুরতার জন্তই ব্যবহৃত হর। গিদ (পুং ) য়ুথের পালক, দেবতাবিশেষ। “গিদৈষ তে রথ এয বীমশ্বিনা” ( তাওfত্রা ১৭৭ ) ‘গিদোনাম রথপালকঃ কশ্চিদ দেববিশেষ: ( ভাষা । ) গিধড় (গৃঞ্জ শব্দজ ) ১ গৃঞ্জ। ২ শিয়াল । গিধিনী (গৃঞ্জী শব্যঞ্জ ) স্ত্রীশকুনি । গিধী (গৃঞ্জ শব্দজ )। ১ গৃধ্ৰু । ২ শিয়াল । গিধোড়, মুঙ্গের জেলার অন্তর্গত গিধোড় রাজস্ব বিভাগের একটা নগর । অক্ষা ২৪ ৫১ উঃ ও দ্রাঘি" ৮৬ ১৪৩১ পূঃ । পূৰ্ব্বকালে এই নগর বেশ সমৃদ্ধিশালী ও বহুজনাকীর্ণ ছিল। কিন্তু এক্ষণে ক্রমেই ক্ষীণপ্রভ হইতেছে । নগরের নিকটে একট বৃহৎ প্রাচীন কেল্লার ভগ্নাবশেষ দেখা যায়। ঐ দুর্গের প্রাচীর ও বাট বড় বড় প্রস্তর খণ্ডে নিৰ্ম্মিত । ইহাতে অপর কোনরূপ মালমসলা নাই । গড়ের মধ্যে চারিট প্রবেশের পথ । বথাক্রমে দক্ষিণ, পশ্চিম ও উত্তরদ্বার হস্তী, অশ্ব, উর্দু নামে খ্যাত, কেবলমাত্ৰ পূৰ্ব্বদ্বার মহাদেবেয় নামে আছে । কেহ কেহ বলেন যে, সেরশাহ এই দুর্গ নিৰ্ম্মাণ করেন । কিন্তু এ কথা বিশেব প্রামাণ্য নহে, দুর্গটি বহু প্রাচীন। সম্ভবতঃ সম্রাট হুমায়ুনের সহিত যুদ্ধকালে লেরশাছ ঐ দুর্গের কেবল জীর্ণ সংস্কার করিয়াছিলেন । বর্তমান গিধেtড়-রাজবংশের প্রতিষ্ঠাতা বীর বিক্রমসিংহ চন্দ্রবংশীয় ক্ষত্রিয়। ইহার পূৰ্ব্বপুরুষের বুন্দেলখণ্ডের असुकङि भाशांदी मांभर दिशtग्नश अधिकांग्रँी झिालन ! খৃষ্টীয় ১১শ শতাব্দীতে তথা হইতে তাড়িত হইয়া রেবারাজ্যের অন্তর্গত ৰন্ধীনগরে অলিয়া বাস করেন । ১১৬৮ “窗দুক • খৃষ্টাবো বন্ধীয়াজের কনিষ্ঠ ভ্রাতা বীরবিক্রম সিংহৰ্ণদওঘরে বৈদ্যনাথ দর্শনমানসে সপরিবারে উপস্থিত হন । প্রবাদ আছে, যে বৈদ্যনাথ তাহাকে চারিপার্থের সমুদায় ভূভাগ অধিকার করিতে স্বপ্নাদেশ করেন । তিনি এই রাজ্য অধিকারের পর প্রথম গিধোড়রাজরূপে অভিহিত হন । এই ংশের দশম রাজা পুরণময় বৈদ্যনাথদেখের মন্দির নির্মাণ করিয়া দেন। মন্দিরের ভিতরের দরজার উপরিভাগে সংস্কৃত ভাষার অদ্যাপি র্তাহার প্রশস্তি খোদিত আছে । বীরবিক্রম হইতে চতুর্দশ পুরুষ অধস্তন ডল্পনসিংহ বাঙ্গালার উদ্ধত সুবেদারকে দমন করিবার জন্ত দিল্লীসম্রাটের পৌত্র স্থলমানের সাহায্য করায় ১০৬৮ হিজিয়ায় সম্রাটু শাহজাহান র্তাহাকে ফরমাণ দ্বার রাজা উপাধি প্রদান করিলেন । এই ফরমাণে শাহজাহান ও দারাসেকোর সহি দৃষ্ট হয়। যখন বঙ্গ ও বেহারের শাসনভার ইংরাজ গধর্মেন্ট স্বহস্তে গ্রহণ করেন, তথম ইংরাজ কোম্পানি (গিধেtড়রাজের ১৯শ পুরুষ ) রাজা গোপালসিংহের নিকট হইতে র্তাহীর বিষয় সম্পত্তি কাড়িয়া লইলেন । ১৮৫৫ খৃষ্টাব্দে সাওতালবিদ্রোহের সময় রাজা গোপালমিংহের পৌত্র জরমঙ্গলসিংহ ইংরাঞ্জের বিশেষ সাহায্য করেন, তাহাতে বড়লাট সস্তুষ্ট হুইয়া ১৮৫৬ খৃষ্টাবে র্তাহাকে একখানি সননা ও রাজা উপাধি দেন। সিপাহীযুদ্ধের সময় তিনি ইংরাজ গবর্মেন্টকে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন, তজ্জন্ত ১৮৬৫ খৃষ্টাধো বৃটিশ গবর্মেন্ট তাহাকে যাব, জীবন মহারাজ ও কে, সি, এস্, আই (K. C. S. I) উপাধি এবং তাহাকে ও র্তাহার বংশধরদিগকে লাখরাজ সত্ত্বে প্রচুর জায়গীর দান করেন। তৎপুত্র মহারাজ শিবপ্রসাদ সিংহ । তৎপুত্র রাবণেশ্বরপ্রসাদ গিৰোড়ের বর্তমান রাজা । शिtषांफूद्रांtछान्न छू*ग्निभाण २२७०२ दर्शभाहेण । हेशङ्ग মধ্যে ১৪ট বিষয় অাছে । জামুই নামক স্থানে মাজিষ্ট্রেট ও মুন্সফি আদালত অাছে । গিধোড়-গল, পেশাবরপ্রদেশের অন্তর্গত একটা গিরিসঙ্কট । আটকনগরের ৫ মাইল উত্তরপশ্চিমে অবস্থিত । অক্ষা ৩৩' ৪৬ উঃ ও দ্রাঘি' ৭২° ১২' পূঃ। পথটা ১• ফিট প্রশস্ত। এত সরু বলিয়া শৃগালের গলিবার উপযুক্ত পথ বিবেচনায় গিধোড়গল’ নাম হইয়াছে। কখন কখনও এই পথ দিয়াও সৈন্যাদি যাতায়াত করে । গিনি (গৃহিণী শঙ্কাজ) গৃহিণী, গৃহের কী ঠাকুরাণী, ভাৰ্য্যা। গিম, একপ্রকার বন্যশাক, ইহার পাতা সঙ্ক, ফুলের রঙ শাদী এবং রঙ্গ তিক্ত । গিন্দুক (পুং)গেজুক পূৰোৱাদিবৎসাধু। গেশূকরুন। হেম৷