পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদেশ (সূরবংশ ) হইলেন ( ১৫৫৩ খৃঃ )। এই সংবাদ পাইয়া মহম্মদ খা স্বাধীনতা অবলম্বন করিলেন এবং জৌনপুরের কতকাংশ अश्रुिङ्ग द्विज। शरैष्णन । भश्चन भ' श्ब्र षनाम भूवांश्ह१ করে। কিংবদন্তী আছে, তিনি বিশেষ স্থায়পরতার সহিত রাজ্যশাসন করিয়াছিলেন। তাহার অবৈধ আচরণে ক্রুদ্ধ হইয়া পরবৎসর মহম্মদ আদিল স্বীয় হিন্দুসেনাপতি হিমুকে বাঙ্গালায় প্রেরণ করেন, হিমুর হস্তে কুলপীর নিকটস্থ ছাপরঘাটার যুদ্ধে বঙ্গেশ্বর পরাজিত ও নিহত হইলেন ( ১te৫ )। মহম্মদ খাঁর মৃত্যুর পর তৎপুত্ৰ খিজির খী মুসলমান সর্দারদিগের অভিমতে বাহান্থর শাহ নাম ধারণ করিয়া বাঙ্গালার মসনদে আরোহণ করিলেন। বাহাদুর শাহ সদলে গৌড়ে উপনীত হইয়া দেখিলেন, সর্দার শাহবাজ খ দিল্লীশ্বর মহম্মদ আদিলের পক্ষ হইয়া বঙ্গসিংহাসন অধিকার করিয়াছে। তিনি শাহবাজকে নিহত করিয়া স্বীয় পিতৃশত্রুর বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করিলেন। ৯৬৩হিজিরায় মুঙ্গেরের যুদ্ধে আদিল শাহকে সংহার করিয়া তিনি পিতার মৃত্যুর প্রতিশোধ লইলেন ( ১৫৫৬ )। অনস্তর কিছুকাল রাজপরিবর্তননিবন্ধন বাঙ্গালায় অরাজকতা ঘটিল। মুঙ্গেরে যুদ্ধজয়ের পর বাহাদুর শাহ বাঙ্গালার একমাত্র অধীশ্বর হইলেন। তিনি পুত্রনিৰ্ব্বিশেষে কএকবৎসর প্রজা পালন করিয়া ৯৬৮ হিজিরায় ( ১৫৬০-১ খৃষ্টাব্দে ) গৌড়নগরে দেহত্যাগ করেন। অপুত্রক অবস্থায় বাহাদুর শাহের মৃত্যু হইলে, তীয় ভ্রাতা জলাল উদ্দীন বঙ্গসিংহাসনে আরোহণ করেন। ৯৭১ হিজিরায় গৌড়নগরে তাহার মৃত্যু হইলে তাহার যুবকপুত্র সিংহাসনে অধিষ্ঠিত হন । এই বালক রাজাকে গোপনে নিহত করিয়া গিয়াস উদ্দীন বাঙ্গালার শাসনভার স্বহস্তে গ্রহণ করিলেন। এইরূপ অরাজকতায় ও অত্যাচারে কিছুকাল অতিবাহিত হইলে পাঠানজাতীয় কিরাণীবংশীয় সুলেমান এই সময়ে ইসলাম শাহ কর্তৃক বেহারের শাসনকর্তৃত্বপদে নিযুক্ত হন, তিনি বাহাদুর শাহের বন্ধু ছিলেন। মুঙ্গের-যুদ্ধে বঙ্গেশ্বরের পৃষ্ঠপোষক হইয়া তিনি দিল্লীশ্বরকে পরাজিত করেন। জলাল উদ্দীন পুত্র গিয়াসের অত্যাচারে নিহত হইয়াছে শুনিয়া তিনি স্বীয় ভ্রাতা তাজ খানকে পাঠাই দিয়া বাঙ্গালা অধিকার করেন । ১৫৬৪ অব্দে তাজখার মৃত্যু হয়, এবং সুলেমান আসিয়া গৌড়ের অপরপারবর্তী তাড়া নামক স্থানে রাজধানী স্থাপন করেন । এই সময়ে হুমায়ুন শাহের পুত্র মোগলকুলরত্ন আকবর দিল্লীর সিংহাসনে আরোহণ করিয়া চতুর্দিকে আপনার ক্ষমতা বিস্তার করিতেছিলেন । সুলেমান তাহার নিকটে উপহার প্রেরণ करग्रन, उँीशंब्र (dहै कठूद्रऊांद्र नयाँ भू* शहैद्रां *क्लिटणम । তাহাতে সম্রাটের সহিত র্তাহার সম্ভাব অক্ষুণ্ণ রহিল। [ 88& J বঙ্গদেশ ( মোগল-শাসন ) ১৫৬৫-৬৬ খৃষ্টাব্দে রোহতাস ঘর্ষ জাক্রমণ ও ১৫৮৭ ཨཱ་༔ བདག་ উড়িষ্যাৰিজয় স্থলেমামের রাজত্ব-সময়ের প্রধান ঘটনা। गजाभ्रे, অকৰয় শাহের জাগমনে তিনি রোহতাস দুর্গের অবরোধ ত্যাগ कब्रिब्रा चैौत्र ब्रांजषांनौष्ठ अठाइड श्म । क्रूि ०४७१ ५ः आरक তিনি স্বীয় বিখ্যাত সেনাপতি কালাপাহাড়কে (রাজু) উৎকলে প্রেরণ করেন। কালাপাহাড় তথাকার শেষ স্বাধীনরাজা মুকুন্দদেবকে পরাস্ত করিয়া উড়িষ্যা অধিকার করিলেন এবং অনেক দেবমূৰ্ত্তি ভাঙ্গিয়া ফেলিলেন। কালাপাহাড় প্রথমে ব্রাহ্মণ ছিলেন ; পরে বঙ্গীর মুসলমান রাজবংশীয় কোন রমণীর প্রণয়ে পড়িয়া মুসলমানধৰ্ম্ম গ্রহণ করেন ; এবং হিন্দু দেবদেবীর শক হইয় উঠেন। ইনি ১৫৪৩ খৃষ্টাব্দে কামরূপ আক্রমণ করেন ও অসংখ্য দেবালয় ও দেবমূৰ্ত্তি ধ্বংস করেন। উড়িষ্যা ও কামরূপের অধিবাসীরা এখনও কালাপাহাড়ের নাম ভুলে নাই। খ.ষ্টীর ১৫৭৩ অৰে সুলেমানের মৃত্যু হয় এবং উহার জ্যেষ্ঠপুত্র বয়াজিদ রাজা হন। আফগান সর্দারের বয়াজিদেৰ আচরণে উত্তাক্ত হইয়া পর বৎসর তাহাকে বিনষ্ট করিয়া তাহার ভ্রাতা দাউদকে রাজসিংহাসন প্রদান করেন। দাউদ রাজ্যশাসনভার গ্রহণ করিয়াই দেখিলেন যে, তাহার ১৪•••• পদাতিক, ৪• • • • অশ্বারোহী, ২• • • • কামানাদি অস্ত্র এবং ৩,৬• • হস্তী ও বহু শত যুদ্ধ-নৌকা প্রস্তুত রহিয়াছে। এই বিস্তৃত সেনাদল লইয়া তিনি সম্রাট আকবর শাহের সমকক্ষ হইতে পারেন তাবিয়া তাহার হৃদয়ে রাজ্যবিস্তারের বাসনা জন্মিল। তিনি বাঙ্গালা ও বেহারের সৰ্ব্বত্র স্বনামে খুতবা পড়িতে হুকুম দিলেন এবং জমানিয়া নামক গাজিপুর সন্নিহিত একটা মোগল হর্গ বলপুৰ্ব্বক হস্তগত করিলেন। অকবর দাউদেব বিরুদ্ধে সেনাপতি মুনাইম খাঁ এবং রাজা টোডরমল্পকে পাঠাইলেন । ১৫৭৪ খৃষ্টাব্দে কএকদিন অবরোধের পর পাটনা অধিকৃত হইল এবং বাঙ্গালার মোগল-সৈন্ত প্রবেশ করিল, দাউদ নৌকারোহণে উড়িষ্যায় পলায়ন করিলেন। পবে মেদিনীপুর এবং জলেশ্বরের মধ্যবৰ্ত্তী মোগলমারি (তুকারে ) নামক স্থানে মোগল ও পাঠান সৈন্তের একটা ঘোরতর যুদ্ধ হয় (১৫৭৫ খৃঃ) । প্রথমে পাঠানদিগেরই জন্ধের সম্ভাবনা হইয়া উঠে, কেবল রাজা তোডরমলের অদৃষ্টগুণে মোগলদিগেরই জয়লাভ হইল। দাউদ সমরক্ষেত্র হইতে পলায়ন করেন ; কিন্তু মোগলসেনাপতিয়া কটক পৰ্য্যস্ত র্তাহার অনুসরণ করিলে, তিনি তাছাদিগের হস্তে আত্মসমর্পণ করিলেন এবং তাহাদিগের জন্মগ্রহে সম্রাটের প্রভূত্বাধীন কটক রাজ্যের শাসনাধিকার লাভ করেন। [ दांपैंन थे। ८मर्थ । } cननानडि भूनांहेन भैं, ॐाफ़ॉमश्नन्न शहएउ अठाश्रयन कब्रिह