পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৫৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোরক্ষপুর [ (ttఏ. ) গোরক্ষপুর মাডিয়া উঠিয়াছিল, প্রায় সেই সময়েই উত্তরপশ্চিমে গোরক্ষমাধের অমৃতময় কথায় ও অসাধারণ যোগকৌশলে মোহিত ছইয়া উত্তরপশ্চিমের শত শত ব্যক্তি র্তাহার শিষ্যত্ব গ্রহণ स उँीशद्र मिक शैौक्रिठ इहेrउक्षिणन । कउछ शशंथडू যেমন উচ্চ নীচ সৰ্ব্ববর্ণের লোককেই কোল দিয়াছিলেন, গুরু গোরক্ষনাথও সেইরূপ সৰ্ব্বজাতীয় লোকের মধ্যে স্বীয় মত্ত প্রচার করিয়াছিলেন । সিংহাসনাভিষিক্ত রাজা श्रङ शृंश्रौन निब्रांथब्र गैौन लब्रिह्म नकtणहे उँiझांद्र जभांमग्न করিতেন এবং তিনি সকলকেই সমানভাবে গ্রহণ করিয়াছিলেন। গুরু গোরক্ষনাথ অনেকটা পাতঞ্জলের মত প্রচার করেন। তঁtহার মতে যোগীই জগতের মধ্যে শ্রেষ্ঠ, যোগবলে মানব সৰ্ব্বপ্রকার ঐশ্বৰ্য্য ও সৰ্ব্বোচ্চ অবস্থা পাইত্তে পারে। তিনি হঠযোগেরও অনেকটা প্রবর্তক ছিলেন। নেপালের তুষারময় গিরিকনার হইতে ভারতের প্রায় সৰ্ব্ব স্থানেই গোরক্ষনাথ সম্বন্ধে অনেক অলৌকিক গল্প প্রচলিত আছে । ইনি যে কেবল একজন যোগী ও মহাসিদ্ধ ছিলেন ভাছ নহে, ইছার রচিত হঠযোগসম্বন্ধীয় কয়েকখানি উৎকৃষ্ট ংস্কৃত গ্ৰন্থ আছে। তন্মধ্যে গোরক্ষকল্প, গোরক্ষসংহিতা, গোরক্ষসহস্র, ও গোরক্ষপিষ্টিক ( রসায়ন ) প্রভৃতি গ্রন্থ পাওয়া যায় । [কগৃফটু ও গোর্থ দেখ । ] গোরক্ষপুর (গোরখপুর ) উত্তরপশ্চিমের ছোটলাটের শাসনাধীন একটী জেলা। অক্ষা" ২৬, ৫ ১৫% হইতে ২৭• ২৮ ৪৫ উঃ ও দ্রাঘি" ৮৪° ৭' হইতে ৮৪, ২৯ পুঃ পৰ্য্যন্ত । উক্ত জেলা বারাণসী বিতাগের অন্তভুক্ত । ইহার উত্তর সীমা নেপালরাজ্য, পূৰ্ব্বে সারণ ও চম্পারণ, দক্ষিণে ঘর্ঘরা নদী এবং পশ্চিমে বস্তি ও ফয়জাবাদ জেলা। ভূপরিমাণ ৪৫৭৮ বর্গমাইল । হিমালয় পৰ্ব্বতের নিম্নতর ঢালুর অব্যবহিত উচ্চ পৰ্ব্বত হইতে পতিত বেগবান জলস্রোত পৰ্ব্বতের বালুকীকণা লইয়া আসিয়াছে, তাছা ক্রমশঃ জমিয়া ঐ জেলার বালুকাময় ক্ষেত্রে পরিণত হইয়াছে। জেলার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুপাথরের পাহাড় ব্যতীত অপর কোন উচ্চ পৰ্ব্বত নাই । ইহার মধ্য দিয়া অনেকগুলি নদী ও জলস্রোত প্রবাহিত হইয়াছে । স্থানে স্থানে জলাভূমি ও হ্রদ দেখা যায়। সকল স্থানে প্রচুর জল আছে বলিয়া সমগ্র জেলাটা বিশেষ উৰ্ব্বর এবং বৃক্ষাদিতে পরিপূর্ণ। জেলার উত্তরে এবং মধ্যাংশে বিস্তীর্ণ শালবন । পৰ্ব্বত শ্রেণীর নিম্নভাগে “তরাই” বা নিম্নভূমি । নিবিড় বন মধ্য হইতে অনেক স্বচ্ছ জলস্রোত এই জমির উপর দিয়া প্রবাহিত। এখানকার পাহাড়ী অধিবাসী --*r -- निशंtरु cनशिtङ cशांधी या cनशृांशैौब्र अङ, छांशंtभग्न अप्था थॉक्र छांठिहे अशिक । uहे थांद्र जांठिहे ८करुण वर्ष ঋতুতে তরাই ভূমিতে বাস করিতে পারে। অপর কোন जांछि *ांtन्न मा । कांद्रण (dहेकांtग ७ब्रांमर भक्लक इहेंब्रt থাকে। জেলার দক্ষিণদিকে যতই অগ্রসর হওয়া যায়, ততই সুশোভিত ক্ষেত্ররাজী ও স্থানে স্থানে উষর মামক মোণ ভূমি দেখিতে পাওয়া যায়। w দারুণ বর্ধার সময় জমি উপত্যকার জল পূৰ্ব্বদিকস্থ হ্রদাদিতে মিলিত হইয়া একটা সমুদ্রের আকার ধারণ করে। এই জেলার মধ্য দিয়া রাধী, ঘর্ঘর, বড় গগুক, কুয়ান, রোহিণী, অমি ও গুজী নদীই প্রধান। এতদ্ব্যতীত রামগড়, মনোর, নবর, ভেংড়ি, চিয়া এবং অমিয়র তাল প্রভৃতি কয়েকট হ্রদও আছে। ঘর্ঘর নদীর উত্তরবত্তী এবং অযোধ্য ও বেহারের মধ্যবৰ্ত্তী ধে সকল স্থান বর্তমান সময়ে গোরক্ষপুর ও বন্তি tछलांग्न दिख्ख श्ब्रांtछ्, ठेश ejiछैौन ¢कां*ण प्रांप्लाद्र অন্তর্গত ও অযোধ্যা নগরী উক্ত রাজ্যের রাজধানী ছিল। গৌতমবুদ্ধ এই জেলার নিকটত্ত কপিলবাস্ত নগরে জন্মগ্রহণ করেন এবং জেলার মধ্যবৰ্ত্তী কশিয়া নামক স্থানে তাহার মৃত্যু হয়, অজিও তাছায় সমাধিস্থানের উপর একটা খোদিত বৃহৎ মূৰ্ত্তি আছে। আরও একটী প্রবাদ অাছে যে, অধোধ্যার সুর্য্যবংশীয় কোন রাজা এই জেলায় কাশীধামের স্থায় গৌরববিশিষ্ট একটা বৃহৎ নগরী স্থাপনের চেষ্ট পান। যখন তিনি উক্ত নগর সম্পূর্ণরূপে নিৰ্ম্মাণ করেন। সেই সময়ে থার ও ভরজাতি আসিয়া তাছাকে বিপৰ্য্যস্ত এবং নগর বিধ্বস্ত করিয়া ফেলে। বহুকাল হইতে এই জাতি অযোধ্যা ও গঙ্গার উত্তরপূর্ব দিকস্থ স্থানসমূহে রাজত্ব কয়ে এবং বিজেতা আর্যগণকে তাড়াইয়া দেয়। বৌদ্ধধৰ্ম্মের উত্থানের সঙ্গে সঙ্গে পুনরায় ইছাদের অনেক ঘটনা জানিতে পারা যায়। ভরসর্দার প্রথমে স্বাধীন ভাবে রাজত্ব করিতেন, পরে তিনি মগধের বেীন্ধরাজের আশ্রিত থাকেন। বৌদ্ধদিগের পতনের পর श्लूिमिtश्रृंद्र थाशांना निन निन बाफ़िब्रा खेt# । भूथ्रीग्न ৬• • অবে কনৌজের ছিলুল্লাঙ্গগণ এই জেলা আক্রমণ ও বর্তমান গোরখপুর নগর পর্য্যন্ত স্থান অধিকার করেন । চীনপরিত্রাজক হিউএন্‌ সিয়াং যখন এই প্রদেশ দেখিতে আসেন, তখন তিনি এখানে অনেকগুলি বৌদ্ধমঠ ও শু,পাদি দেখিয়া গিয়াছিলেন। খৃষ্টীয় ৯•• অধো দোমহত্তার নামক ব্রাহ্মণ-যোদল রাঠোরগণকে গোয়ক্ষপুর হইতে তাড়াইয়া