পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোলাঘাট গোলখয়রা (দেশজ) একজাতীয় খয়রা। (Althrea nigricans) গোলত্তিক (স্ত্রী)গবি ভূমে লক্তিকেব। বনচর স্ত্রীজাতীয় পশুবিশেব । “রোহিতাৎ কও শাচী গোলত্তিক তে ইঙ্গরসাম্।” (শুক্লধজুঃ ২৪'৩৭ ) গোলদার (পারসীজ) দোকানদার, যে বিক্রেতা অধিকসংখ্যক মাল একবারে বিক্রয় করে । গোলদারী (পারগীজ) গোলদারের কার্য । গোলন্দ (পুং) ঋষিবিশেষ। শকট পাণিনীয় গর্গাদি গণান্তর্গত। গোলন্দাজ (পারসী যাহারা গোলা ছোড়ে। গোলন্দাজী ( পারসীজ) গোলন্দাজ সেনার কার্য্য। গোলমরিচ, ১ স্বনামপ্রসিদ্ধ বৃক্ষবিশেষ । ২ তৎফল। গোলমলঙ্গ (দেশজ) একপ্রকার খাগড়াগাছ। (typerus elatus) গোলমাল ( দেশজ) কার্যের বিঘ্নজনক ক্ষুদ্ৰৰ্যাপার। গোলমোহনী (দেশজ) একপ্রকার গাছ। (Deeringia celosioides) গোলযন্ত্র ( ক্লী ) যন্ত্রবিশেষ গোল দেখ। ] গোলবণ রী) গবেদেয়ং পরিমিতং লবণং। যে পরিমাণ লবণ গোরুকে দেওয়ার বিধান আছে তত পরিমাণ লবণ। সি কেী) গোলশিঙ্গ, ( ch-te; ) ar zietz ger i (Quercus serrata) গোল (স্ত্রী) গাং বচভূমিং আধারবেন লাতি গো লা-কটাপ্ত। ১ গোদাবরী নদী। গাং বাচং লান্তি লা-কটাপু । ২ সখী । ৩ কুলট। গাং দীপ্তিং জলং লাতি বা লাক টাপ। ৪ পত্রাঞ্জন। ৪ মণিক । ৬ মণ্ডল। এ কাষ্ঠাদি নিধিত গোলাকার ক্ষুদ্র পদার্থ, বালকেরা ইহা দ্বারা ক্রীড়া করে। ৮ দুর্গ। (মেদিনী ) (দেশজ ) ৯ কুশল, মরাই। ১• গুদাম, যেখানে এক জাতীয় অনেক জিনিয রাখা হয়। ১১ কামানে ছড়িবার উপযোগী বৃহদাকার লৌহ বা সীসক নির্মিত পিও, ষ্টকার মধ্যে সুতীক্ষ অস্ত্রাদি থাকে, অগ্নি সংযোগে ফাটিয়া গিয়া তাহ বাচির ইয়া পড়ে। কামান দেখ। ] গোলাক্ষ (পুং ) ঋষিবিশেষ । ইহার উত্তর গোত্রাপত্যার্থে ফঞ হয়। গোলাঘাট, ১ আসাম প্রদেশের শিবসাগর জেলার মধ্যে একটা উপবিভাগ। ইছার মধ্যে ৫৪ খানি মৌজা বা গ্রাম। ১৮৪৬ খৃষ্টাকে প্রথমে এই উপবিভাগ গঠিত হয়। ১৮৭” ৭১ খৃষ্টাকে এখানে ৯টা ফৌজদারী, রাজস্ব ও দেওয়ানী আদালত এবং পুলিশ স্থাপিত হয় । נ צר? ] গোলাগোকৰ্ণনাথ ২ উক্ত উপবিভাগের মধ্যে একথানি গ্রাম এবং গোলtঘাটের সদরকাছারি। ধনেশ্বরী নদীর কূলে অবস্থিত । অক্ষা ২৬° ৩৮' উঃ ও দ্রাঘি ৯৪ পুং । পৰ্ব্বতের উচ্চ স্থানে এই নগর স্থাপিত। আসাম প্রদেশের মধ্যে একটা স্বাস্থ্যকর স্থান। বর্ষা ঋতুতে ষ্টীমার দ্বারা গোলাঘাটে যাইতে পারা যায়। শীতকালে নাগার পার্বত্য প্রদেশ হইতে তুলা ও অন্যান্ত দ্ৰব্য লইয়৷ এই নগরে নামিয়া আসে এবং তৎপরিবর্তে লবণমৎস্তাদি অপর দ্রব্য খরিদ করিয়া লইয়া যায়। মুসলমানদিগেয় সময় হইতে এই নগর প্রসিদ্ধ। গোলাঙ্ক (পুং ) ঋষিবিশেষ। গোলাঙ্গুল (পুং) গোর্লাঙ্গলবৎ লাঙ্গলমন্ত বছর। ১ বানর বিশেষ। কতাপপত্নী ক্রোধার কন্যা হরির গর্ত্তে ইহার জন্ম । (ভারত ১৬৬ অঃ ) কাশীখণ্ডের মতে লালমুখ নীলশরীর যুথপতি বানরকে গোলাঙ্গল বলে। “গোলাল রক্তমুখী নীলাঙ্গ যুথনায়কা: " ( কাশীখণ্ড ) কোন কোন মতে গোলাঙ্গলস্থলে গোলাঙ্গুল পাঠ দৃষ্ট হয়। গোলাঙ্গুলপরিবর্তন ( ক্লী ) রাজগৃহের নিকটবর্তী একট ক্ষুদ্র পাছাড । গোলাধ্যায় (পুং) তাস্করাচার্য্য প্রণীত একখানি গ্রন্থ। ইহাতে ভূগোল প্রভৃতি অতি বিশদরূপে বর্ণিত আছে। গোলান (দেশজ ) মিশাইয়া তরল করা। গোলাপ (পারসী) একপ্রকার মনোহর ফুল । [গোলাব দেখ ] গোলাপজল (দেশজ ) গোলা । [ গোলাব দেখ। ] গোলাগোকৰ্ণনাথ, খেরি জেলার ২৪ মাইল উত্তরপশ্চিমে, মুহম্মদী তহসালের হায়দ্রাবাদ পরগণার মধ্যস্থিত একখানি গগুগ্রাম ও হিন্দুদিগের একট পবিত্র তীর্থস্থান । ইহার এক দিকে অৰ্দ্ধচন্দ্রাকৃতি পাহাড় আছে। এখানে চারিট হিন্দুদেবালয়, চারিট মসজিদ এবং পৰ্ব্বতের উচ্চ পৃষ্ঠে মুসলমানদিগের অনেক সমাধিস্তস্ত লক্ষিত হয়। এখানকার গোকৰ্ণনাথের মন্দিরই অতি পবিত্রস্থান । তীর্থযাত্রীরা দলে দলে দেবপূজামানসে এখানে আসিয়া থাকে। বর্তমান মন্দির বহু প্রাচীন হইবে না, সম্ভবতঃ অরঙ্গজেবের রাজ্যসময়ে নিৰ্ম্মিত হয় । কিন্তু মন্দিরের গর্ভগৃহ ও মূলস্থান দেখিলে সহজেই অনুমান করা যায় যে, কোন পুরাতন বৌদ্ধস্তুপ ভাঙ্গিয় তাহার উপর ঐ মদির স্থাপিত হইয়াছে। প্রবাদ অাছে যে, সম্রাটু আলমগীর এই মন্দিরন্থ মহাদেবমূৰ্ত্তি মৃত্তিক হইতে উৎপাটিত করিতে চেষ্টা করেন, কিন্তু লৌহস্থলে আবদ্ধ করিয়া হস্তী দ্বারা টানাইলেও মূৰ্হি