পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৫৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোলাব কাল একলক্ষ ফুল ৬• হইতে ১৯০২ টাকায় বিক্রয় হয়। এরূপ স্থলেও কৃষকের লাভ ব্যতীত কিছুমাত্র লোকসানের লস্তাবনা নাই। ফাল্গুন মাসের শেষে গোলাপফুল ফুটিতে थांtरु । ८गहे गभरग्न १Iाएइब्र अधिकांग्रैौ cफूाएष छौ भूत्व লঙ্গে মালঞ্চে গিয়া ফুল তুলিয়া আনে, ব্যবসায়ীরা সেই ফুল কিনিয়া আনিয়া গোলা ( গোলাপ্‌জল ) ও আতর প্রস্তুত করে। গোলাপের কলম পুতিবার নিয়ম।—গাছের ডাল কাটিয়া বা কলম বাধিয়া অল্প উচ্চ মাটিতে পুতিলে চার জন্মে, অধিক জলসিক্ত জমিতে অখয শুষ্ক ভূমিতে কোন ক্রমেই কলম হইতে শিকড় বাহির হইতে পারে না। বর্ষাকালে অধিক জলপতনে গোড়া হাজিয়া যায়, এই জন্ত জমি এরূপ উচ্চ ও ঢালু রাখিবে বে তাহার উপর জল পতিত হইলেই যেন গড়াইয়া বাহির হইয়া যায়। গ্রীষ্মের দারুণ তাপে মৃত্তিক অধিক শুকাইবার তয়ে সময়ে সময়ে ভালরূপ জলসেচন করিতে হয়। এ ছাড়া মার্চমাসে রাত্রিকালে একজাতীয় পোকা ইহার সমস্ত পাতা খাইয়া ফেলে। ইহা গাছের বিশেষ অনিষ্টকর। এমন কি ইহাতে গাছ শুকাইয়। যাইতে পারে । কেহ কেহ বলেন, বাগানের শুষ্ক পত্রাদি পোড়াইয়া মাটির সহিত মিশাইলে সার প্রস্তুত হয়। কাহারও মতে ঘাস ছোট ছোট কাটিয়া উকুনের উপর চাটুতে সেঁকিয়া মাটিতে দিলে অতি উৎকৃষ্ট সার হয়। যদি মাসে মাসে গাছে ফুল ফুটাইতে চাও, তাহা হইলে গাছ ছাটিয়া দিবার পূৰ্ব্বে শিকড়ে অধিক মাটি লাগাইয়া ভূমি হইতে গাছ উঠাইয়া লইবে । পরে যতদিন না ঐ গাছের সমস্ত পাতা ঝরিয়া যায়, ততদিন মোটে জল দিবে না। পাতা পড়িয় গেলে ঐ পত্রহীন টাটা মাটিতে পুতিবে এবং তাছার গোড়ায় এরূপ জল দিবে যে ঐ গাছটা যেন পুনরায় বাচিয় উঠে। পরে ডাল পাতা ছাটিয়া দিবে এবং অল্প অল্প জল দিতে থাকিবে। ঐ রূপ করিলে ছয় সপ্তাহ মধ্যে ফুল ফুটিবে। গোলাপ গাছ বৎসর বৎসর নাড়াইয়া পুতিলে উত্তম স্কুল জন্মে। যদি গাছ তুলিয়া অপর স্থানে পুতিতে লা চাও, তাহা হইলে বর্ধার শেষে অক্টোবরমাসে গাছের গোড়ার সমুদায় মাটি টানিয়া ২৩ সপ্তাহ শিকড় বারি করিয়া রাখিবে, পরে গোবরের সহিত নুতন মাটি মাখিয়৷ ঐ স্থানে দিবে। ইহাতে গাছ পূৰ্ব্বের ন্যায় সতেজ ও পুষ্প*ांजैौ रुहैtद । ডিসেম্বর ও জানুয়ারী মাসে গাছের গোড়া পরিষ্কার করিলে [ હીન્થ ] গোলাব श्रृंiझ cयर्थ गाठछ इहेब्रां फेरठं । बै जगtब्र शांtइग्न cशांप्लां श्रेष्ठ माः काब्रि। • क्ल पूब काब्रियांtद्र cणीण कब्रिह छैक्र यालैौग्रবং টানিয়া দিতে হয়। ইহার ভিতয়ে যে ধর্মুলাকায় খণ্ড থাকে, তাহাতে এক ঝুড়ি নুতন গোবর দিয়া উচ্চস্থান হইতে জল ঢালিলে, গোবরসংযুক্ত জল সহজেই আরা মাটির মব্যে প্রবেশ করিতে পারে এবং মাসে মাসে গাছের গোড়ায় এইরূপ কঁচি গোবর দিলে উত্তম সার হয়। মাটিতে গাছের পাট করিলে যেরূপ ফুল উৎপন্ন হয় ; টবে পুতিলে সেরূপ হয় না। এ দেশে অধিকাংশ লোকেই টবে গোলাপ গাছ পুঠিয় থাকেন। অক্টোবয় মাসে টবের মাটিতে খোল মিশাইয়া গাছ পুতিলে এক মাসের মধ্যে উত্তম ফুল জন্মে। কেহ আবার এইরূপে কলম বঁধেন,—কোন একটী পাত্রে সারযুক্ত মাটি পুরিয়া উহা মাটির মধ্যে পুতিয়া রাখে, পরে উহাতে নিয়ম মত ফেব্রুয়ারী মাসে কলম বাধিয়া রোপণ করে । পরে ঐ কলমের উপর অপর একটী পাত্র অৰ্দ্ধেক মাটি ও তাছার উপরি অৰ্দ্ধেক জলে পরিপূর্ণ করে। ঐ জল ক্রমশঃ চুয়াইয়া কলমের উপর পড়ে এবং সকল সময়ে ঐ কলমের মাটিকে তিজা রাখে। বর্ধার পূৰ্ব্বে ঐ কলম কাটিয়া পুতিবার উপযুক্ত সময়। বদি ডাল কাটিয়া চার বাধিতে হয় । তাছা হইলে নবেম্বর মাসে ডাল পোতা উচিত। কারণ মার্চ মাসে অল্প निकफ़ निर्शऊ श्वांद्र मखांदन ५ष१ भै गभtग्न छैtव फूणिग्रा পুতিতে পারা যায়। গোলাপ গাছের ডাল বর্ষার সময় शूडिएल नैौबहे निकज्ज वाश्द्रि इग्न, ७ांग श्रेऊ *ौष शांछ् বাহিয় করিলে তাল পাথুরে কয়লা চুর্ণের সহিত তিনভাগ বালি মিশাইয়া উহাতে ডাল পুতিলে শীঘ্র শীঘ্র গাছ বাড়ে ও পুষ্পশালী হয়। উক্ত মিশ্রিত মাটিতে পুরাতন গাছের গোড়া কাটিয়া কলম করিবে, ঐ কলম টবের গায়ে লাগাইয়৷ মাটি আল্লা রাধিযে ও ঐ কলমের উপর এক একটী কাচেয় फ्रांकून निtव । বোতলের মধ্যে জল রাখিয়া তাছাতে গোলাপ গাছের কলম বঁtধ যায়। যে প্রণালীতে ঐ কলম বাধিতে হয়, उॉश अठिणग्न कठैिन। cय कप्ति इव श्हेरठ शूलङ्काउ হইয়াছে, সেইরূপ কচি এক অথবা দুইটী ডাল কাটিয়৷ শীতকালে বোতলে পুতিবে। ঐ জল ক্রমান্বয়ে পরিষ্কার রাখিবে ও প্রত্যহ বদলাইয়া দিবে, নচেৎ ঐ কচি ডাল *क्लिग्न शाहेदांग्न गडांवनां । भै cबांख्ण७णि शृंtश्म ऎद्धद्रদিকে অথবা পর্দার আড়ালে এরূপ স্থানে রাখিবে, যেন