পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু। এমন ক্ষমতা আর, বল দেখি আছে কার, বিনা সেই জগতনিধন । অতএব ওরে মনঃ উারে স্মর প্রতিক্ষণ, সেই জন- জগতপ্রধান । পুত্রাদির প্রেমরস, যাহাতে জগত ৰণ, দিবস রজনী পুক্ষদ্বয় । , , স্ত্রীপুরুষ সহযোগে, সুখ রতি রম্নভোগে, জীবের উৎপত্তি সদা হয় . এসব আশ্চর্য্য ভাব, ভাল করি যদি ভাব, রচকেরে হবে ইষ্টজ্ঞান । তএব ওরে মন,* ভঁারে স্মর প্রতিক্ষণ, সেই জন জগত প্রধান"। সকল মঙ্গলালয়, সচ্চিত অনিন্দময়, যিনি শুদ্ধ নিত্য নিরঃন । ভাবক সেবকগণে, অমুল্য প্রণয় ধনে, করিছেন সদা বিমোহন ॥ অল্পীৰূপে সবাকার, দেহে থাকি আনিবার, করিছেন মঙ্গল বিধীন । অতএব ওরে মন, র্তারে স্মর প্রতিক্ষণ, সেই জন জগতপ্রধান ৷