পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nు লয়লা মজনু । রাজপুরী পুরোদেশে, অতি ভয়ঙ্কর বেশে, দাড়ায়ে প্রহরী অগণন । যতেক মন্সের ভার, ধরা ভার বস্থধার, মধ্যে মধ্যে কম্পে একারণ { অগণন যুদ্ধবীর, সমর তরঙ্গে ধীর, গেলে শির ভঙ্গ নাছি রণে । কামান , গরজে ঘন, যেমন নিবিড় ঘম শব্দে সশঙ্কিত শত্ৰ,গণে । সিংহদ্বীর মাজে মাজে, মধুর নৌবত বাজে। সে স্বরে বিরাজে পঞ্চবাণ । হেন মন অনুমানি বুঝি এই পুরােখনি, বিধাতার বুদ্ধির নিশান । উদ্য; ন মতপ্যতে চারু, নান জাতি রম্য দাৰু, তরুণ পল্লবে কিবা শোভে । মল্লিক' মালতি জাতি, ফুটে ফুল নানা জাতি, অলি পুঞ্জে গুঞ্জে মধু লোভে । কোন অলি প্রেমভরে, মুকুলে দংশন করে, ফুটাইতে অকিঞ্চন করে । যেন যুদ্ধ হয়ে অতি, মুগ্ধ নায়িকার প্রতি জোর করে নবীন নাগারে । কোকিল কোকিল। কুল, হয়ে প্রেম রসার্কুল,