পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to লয়লা মজুন । জলচর পক্ষি যত, রত রসে হয়ে রত. অবিরত উন্মত্ত রিলাসে ॥ সারস সারসীগণ, হইয়ে সরস মন, সে জলে যুড়ায় যত জ্বালা । আহে। কিব। মনোহারি, রাজহংস সারি সারি, চলে যেন শ্বেতপদ্ম মাল; ॥ । রাজসভা বর্ণন । সভার কি কব শোভা অতি অপবাপ । ত্রিলে কৈ না দেখি তার অীর অস্তু ৰূপ ৷ পাত্র মিত্র সভাস্থ স্বজন অগণিত । পণ্ডিত মগুলি অার সজ্জন মণ্ডিত ॥ পাঠকে করিছে পাঠ যশ বর্ণে ভাট । গায়কে করিছে গান নাটকেতে নাট ৷ অহমিরি কিবা সভা অস্তুত রচিত । মধ্যে মাধ্যে নানা মণি মণিক্যে খচিত { প্রদীপের প্রয়োজন নাহিক নিশায় । স্থানে স্থানে মণি জ্বলে আলো করে তায় ॥ শ্রেণী মত শোভে কত চারু চিত্রমূৰ্ত্তি । দীন জনে দেখিলেও জন্মে চিত্তস্ফুৰ্ত্তি ৷ কাজে মাজে সাজে সব কৃত্রিম পুত্তলী । জ্ঞান হয় সজীব রয়েছে সে সকলি ।